০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`
সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি

একই দিনে রাষ্ট্রপতি ও এমপি নির্বাচনের প্রস্তাব রাষ্ট্র সংস্কার ফোরামের

-

জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত করাসহ সংসদ নির্বাচনের দিন দুটি আলাদা ব্যালট পেপারে রাষ্ট্রপতি ও এমপি পদে ভোট গ্রহণের প্রস্তাব করা হয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘এক দিনে ৩০০ আসনে নির্বাচন নয়’ এই সেøাগানে নির্বাচন সংস্কার বিশ্লেষণ শিরোনামে অনুষ্ঠিত আলোচনা সভায় এ প্রস্তাব করা হয়। রাষ্ট্র সংস্কার ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের প্রধান সমন্বয়কারী নুরুল কাদের সোহেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আরো বক্তব্য রাখেন লে. জেনারেল (অব:) আমিনুল করিম, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান ও চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন, লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: নাজিম উদ্দীন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি এ বি এম ওয়ালিউর রহমান খান।
তারা নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্টের বিভিন্ন ধারা, সুষ্ঠু নির্বাচনের পথে বাধা উল্লেখ করে বেশ কিছু দাবি উত্থাপন করেন।

এর মধ্যে রয়েছে রাষ্ট্রপতি ৫ জন বিভিন্ন পেশার সমন্বয়ে সার্চ কমিটি গঠন করবেন। সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন (ইসি) গঠন সরকারের হস্তক্ষেপ মুক্ত রাখাতে সচিব ইসি বিভাগ হতে পদোন্নতির মাধ্যমে নিয়োগ হবেন। জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসক ও ইউএনওকে নির্বাচন থেকে সম্পূর্ণ মুক্ত রাখতে হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জেলা নির্বাচন অফিসার সংশ্লিষ্ট জেলার যে কোনো কর্মকর্তাকে বদলি করতে পারবেন।
জেলা ও উপজেলা নির্বাচন অফিসার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাবেন।

প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা : এমপি প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা দাওরায়ে হাদিস পাস থাকতে হবে। উপজেলা চেয়ারম্যানের ক্ষেত্রে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা দাওরায়ে হাদিস পাস থাকতে হবে। ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক করা যেতে পারে।
রাজনৈতিক দলের সংস্কার : রাজনৈতিক দলগুলোর সংস্কারে বেশ কয়েকটি প্রস্তাব করা হয়। যেমন-
১. রাজনৈতিক দলগুলোতে ইসির সরাসরি তত্ত্বাবধানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিটি পদে ডেলিগেট ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন করা।
২. রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইসি থেকে একটি নির্বাচন পরিচালনা কমিটি করে দেয়া। এই কমিটি রাজনৈতিক দলটির গঠনতন্ত্র মোতাবেক ডেলিগেট নির্বাচন করে ভোটের ব্যবস্থা করবে।
এ ছাড়া একাধিক কারণ উল্লেখ করে তারা জাতীয় সংসদ নির্বাচনে পোস্টারের ব্যবহার নিষিদ্ধের দাবি জানান তারা। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement