০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`
লালদীঘির সমাবেশে মুফতি ফয়জুল করিম

অভ্যুত্থানে আলেম সমাজের ভূমিকা ছিল অবিস্মরণীয়

-

জুলাই আন্দোলনে আলেম সমাজের ভূমিকা অবিস্মরণীয় ছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। জুমাবার দুপুরে ঐতিহাসিক লালদীঘি ময়দানে দলটির চট্টগ্রাম মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যুগান্তকারী এই ইতিহাস বিনির্মাণে অংশ নিয়েছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ। সাথে আলেম-ওলামা ও মাদরাসা শিক্ষার্থীরা। জুলাই-আগস্ট অভ্যুত্থানে আলেম সমাজের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও মুহাম্মদ মাহবুবুর রহমান। সম্মেলন শেষে ২০২৫-২৬ সেশনের জন্য চট্টগ্রাম মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। সভাপতি জান্নাতুল ইসলাম, সহসভাপতি ড. বেলাল নূর আজিজী, সহসভাপতি মাওলানা বোরহান উদ্দিন আল বারি, মাওলানা ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, সেক্রেটারি মো: ইকবাল, জয়েন্ট সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট পারভেজ তালুকদার, সাংগঠনকি সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম খলিল, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, দফতর সম্পাদক মোহাম্মদুল হাসান চৌধুরী, অর্থ ও প্রকাশনা সম্পাদক মো: কামাল হোসেন খান, প্রশিক্ষণ সম্পাদক মুফতি রিদওয়ানুল হক শামসি, ছাত্র ও যুব সম্পাদক এইচ এম জামশেদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মোসলেহ উদ্দিন, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আব্দুশ শুক্কুর মাহমুদ, কৃষি ও শ্রম সম্পাদক শরিফুল আলম চৌধুরী, মহিলা ও পরিবারকল্যাণ সম্পাদক মুফতি ইব্রাহিম আনোয়ারী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো: নোয়াব মিয়া, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহাগ, সংখ্যালঘু সম্পাদক মো: নূর উদ্দিন, শিল্প ও বাণিজ্য সম্পাদক সাইফুদ্দিন শিপন এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডা: মো: দিদারুল ইসলাম প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement