প্রথম ছাত্রসমাবেশ থেকে সচিবালয় ঘেরাও
- নিজস্ব প্রতিবেদক
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৮
বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৪৭ সালের ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রথম ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যাপক আবুল কাসেমের সভাপতিত্বে বেলতলায় এ সমাবেশের পর প্রায় তিন হাজার ছাত্র-জনতা মিছিলসহকারে সচিবালয় ঘেরাও করে।
এর আগে ১৯৪৭ সালের ১৪ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের শাসক খাজা নাজিমুদ্দীনের কাছে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তমদ্দুন মজলিস প্রথম স্মারকলিপি প্রদান করে। এতে শিক্ষক, বুদ্ধিজীবী ও বরেণ্য ব্যক্তিরা স্বাক্ষর করেন। ১৯৪৭ সালের ৪ ডিসেম্বর তমদ্দুন মজলিস মুসলিম লীগ ওয়ার্কিং কমিটির কাছে হাজার হাজার লোকের দস্তখত সংবলিত স্মারকলিপি দেয়।
পরদিন ৫ ডিসেম্বর অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে কয়েকজন অধ্যাপক মিলে খাজা নাজিমুদ্দীনের বাসভবনে উপস্থিত হন, যেখানে মুসলিম লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। সেদিন সন্ধ্যায় রাষ্ট্রভাষা বাংলার প্রশ্নে অধ্যাপক আবুল কাসেম ও আবু জাফর শামসুদ্দীনের সাথে প্রাদেশিক মুসলিম লীগ সভাপতি মাওলানা আকরম খাঁর সাথে আলোচনা হয়। মাওলানা আকরম খাঁ রাষ্ট্রভাষা প্রশ্নে মজলিস নেতাদের সাথে একমত পোষণ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা