মানুষের তৈরি সব মতবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক : নূরুল ইসলাম বুলবুল
- নিজস্ব প্রতিবেদক
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, মানুষের তৈরি মতবাদ পূর্ণাঙ্গরূপে ইসলামের সাথে সাংঘর্ষিক উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ঐক্যবদ্ধভাবে দ্বীন প্রতিষ্ঠা করা আল্লাহর নির্দেশ। আল্লাহর ঘোষণা, ‘যারা সংগ্রাম করে আল্লাহর পথে তারা ঈমানদার আর যারা আল্লাহর পথ ব্যতীত ভিন্ন পথে সংগ্রাম করে, ভিন্ন বিধান কায়েমের চেষ্টা করে তারা ঈমানদার নয়’। আল্লাহ আরো বলেছেন, নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে কেন অবস্থান নিচ্ছো না?- আল্লাহর সে নির্দেশ পালনেই কাজ করছে জামায়াতে ইসলামী। আমরা নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে অবস্থান নিয়েছি, আন্দোলন করছি। এই আন্দোলনের সুফল পরিপূর্ণ পাওয়া যাবে মানুষ যখন বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হবে, ইসলামের পক্ষে ভোট দেবে।
গতকাল রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর পশ্চিম থানা আয়োজিত ইউনিট দায়িত্বশীলদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জনগণের খেদমত করাই আমাদের আদর্শ। জনগণের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গঠনে তিনি দায়িত্বশীলদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
শাহজাহানপুর পশ্চিম থানা আমির মো: সারোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি মো: শামসুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাহানপুর পূর্ব থানা আমির মাওলানা শরিফুল ইসলাম, মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মুতাছিম বিল্লাহ, শাহজাহানপুর পশ্চিম থানার সাবেক আমির মো: গিয়াস উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরার সদস্য আবুল কাশেম গাজী প্রমুখ।
ঢাকা মহানগরী উত্তর : ‘স্বাধীনতা-উত্তর সময়ে জামায়াতকে নিয়ে নানাবিধ ষড়যন্ত্র ও চক্রান্ত করা হলেও সেসব কখনোই সফল হয়নি বরং সকল বাধা-প্রতিবন্ধকতা মোকাবেলা করেই জনগণের সমর্থন নিয়ে আমরা লক্ষ্যের দিকে আপসহীনভাবে এগিয়ে চলছি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
গত সোমবার রাতে স্থানীয় একটি মিলনায়তনে বিমানবন্দর থানা জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। থানা আমির অধ্যক্ষ মাওলানা এনামুল হক শিপনের সভাপতিত্বে ও সেক্রেটারি সুজারুল হক সুজনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন ও শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মহিব্বুল্লাহ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা