০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`
সিলেটে শিক্ষক সমাবেশ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশপ্রেমিক শিক্ষকরা গুরুত্বপূর্ণ অংশীদার : অধ্যাপক মুজিবুর

সিলেট মহানগরের শিক্ষক সমাবেশে বক্তব্য রাখছেন অধ্যাপক মুজিবুর রহমান : নয়া দিগন্ত -

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে দেশপ্রেমিক শিক্ষকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতি তাদেরকে আজীবন স্মরণ রাখবে। শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। তাই তাদেরকে নৈতিকতার সর্বোচ্চ শিখরে অবস্থান করতে হবে। শিক্ষার্থীদের মাঝে সততা ও দেশপ্রেম জাগ্রত করতে হবে। শুধু ভালো ফলাফলের দিকে দৃষ্টি সীমাবদ্ধ না রেখে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ওপর জোর দিতে হবে। তাহলে আমরা একটি সৎ, দক্ষ, আদর্শবান তরুণ প্রজন্ম উপহার পাবো। তিনি বলেন, আমরা শান্তি চাই, আর এ শান্তি খুঁজতে গিয়ে নিজেরা নিজেদের মতো শিক্ষা ব্যবস্থা তৈরি করেছি। কিন্ত সে শিক্ষাব্যবস্থা আমাদের শান্তি দিতে পারেনি। নৈতিক তথা ধর্মীয় শিক্ষার সাথে সাধারণ শিক্ষার সমন্বয় ঘটিয়ে মানবিক মানুষ তৈরি করতে হবে। এ জন্য শিক্ষক সমাজকে এগিয়ে আসতে হবে। আপনারা আপনাদের সন্তানকে-ছাত্রকে নৈতিকতার শিক্ষা দিবেন। সবাই মিলে একসাথে এগিয়ে গেলে নৈতিক সমাজ তৈরি হবে। তিনি শুক্রবার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট মহানগরের শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফেডারেশনের মহানগর সভাপতি প্রফেসর ড. মাহবুব-ই-ইলাহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জসীম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে দারসুল কুরআন পেশ করেন ফেডারেশনের সহসভাপতি অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের মহানগর উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা উপদেষ্টা প্রফেসর আব্দুল হান্নান, ফেডারেশনের জেলা সভাপতি অধ্যক্ষ মো: হাসমত উল্লাহ, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. মো: মোহন মিয়া, শাহজালাল বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মো: রিজাউল ইসলাম, এমসি কলেজের প্রফেসর ড. মো: আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শামসুল আলম, কলেজ শিক্ষক পরিষদ সিলেটের সভাপতি প্রফেসর আকবর হোসেন, মাদরাসা শিক্ষক পরিষদ সিলেটের সেক্রেটারি ড. মাওলানা এএইচএম সোলায়মান, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আবু নাসের সুফিয়ান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
এখনো আগের মতোই চাঁদাবাজি চলছে, বাজারে সিন্ডিকেটও আছে : সারজিস ত্যাগীদের নিয়ে গণমানুষের সংগঠন গড়ে তোলা হবে : আফরোজা খান রিতা জয়পুরহাটে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত শ্বেতী রোগ কি ছোঁয়াচে, নিরাময়যোগ্য অসুখ? কাউখালীতে নাশকতা ও হত্যা মামলায় গ্রেফতার ৩ ট্রাম্পের মার্কিন সাহায্য হ্রাস : দীর্ঘমেয়াদি সঙ্কটের আশঙ্কা অভিষেকেই বাজিমাত বাংলাদেশের হামজার গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা করবেন নেতানিয়াহু গাজায় আবারো যুদ্ধ শুরুর আশঙ্কা সিরাজগঞ্জে নদীতে ডুবে ৩ শিক্ষার্থী নিখোঁজ : আরো দুজনের লাশ উদ্ধার নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান, হতে চান কোচ

সকল