০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আওয়ামী দোসররা বসে আছে : সেলিমা রহমান

-

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আওয়ামী দোসররা চেপে বসে আছে, তাদের এখনো সরানো যায়নি। এখনো একটি শক্তিশালী শিক্ষা কমিশন গঠন হয়নি। প্রতিনিয়ত আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, কলেজে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগ্রাম বেড়েই চলেছে, দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী দোসরদের নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
ড. ইউনূসের সম্মান সারা বিশ্বজুড়ে উল্লেখ করে সেলিমা রহমান বলেন, তিনি এই সরকারের প্রধান হয়ে কাজ করছেন। কিন্তু সেই উপদেষ্টা পরিষদ থেকে যখন আমিত্বর কথা ভেসে আসে, আমি এটা করব, আমরা এটা করেছি, এসব কথা শুনলে কষ্ট লাগে। অথচ কাজের কাজ এখনো হচ্ছে না। শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনাও বলেছে সব কিছু তাদের। দেশের জনগণের কিছুই না। তার পতন হয়েছে।

তিনি বলেন, উপদেষ্টারা দল করবে খুব ভালো কথা। নতুন প্রজন্ম আগামী দিনে দেশ চালাবে। ছাত্র-যুবক ৫২-এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণ-আন্দোলন, ৯০-এর স্বৈরাচারী আন্দোলন, অভ্যুত্থান পরবর্তী সময় তরুণ সমাজ সেটি করেছিল। কিন্তু তাদের মধ্যে এরকম ক্ষমতার লোভ ছিল না। তারা দেশের জন্য সব সময় অংশগ্রহণ করেছিল এবং যার যার জায়গায় তারা চলে গিয়েছিল। আপনারা সরকার থেকে দল করবেন সেটা হবে না। কথা বলবেন হিসাব করে। বিএনপি একটি বড় দল এবং ঐতিহ্যবাহী দল, সেই দলের বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে কথা বলতে হবে।
বিএনপির লড়াই সংগ্রামের ইতিহাস টেনে এই নেত্রী বলেন, বিএনপি সবসময় দেশের জন্য লড়াই করেছে। দেশের স্বাধীনতার প্রতি জিয়া পরিবারের বড় ভূমিকা ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের জন্য রক্ত দিয়েছেন। শেখ হাসিনা কখনো এ দেশের ভালো চায়নি, তারা চেয়েছে এদেশের ক্ষমতা। আওয়ামী লীগ মানেই জঙ্গি, লুটপাটকারী, দেশ ধ্বংসকারী, টাকা পাচারকারী।

শেখ হাসিনা বাংলাদেশকে একেবারে নিঃশেষ করে দিয়েছে মন্তব্য করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, এখনো খবরের কাগজে রোজ দেখা যাচ্ছে, কিভাবে একটা পরিবার দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে। এ দেশের সমস্ত সম্পদ লুটে নিয়ে গেছে। পুলিশকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এখনো আমরা বিভিন্ন জায়গায় দেখি পুলিশি কার্যক্রম ভালোভাবে চলছে না। দোসরা পালিয়ে গেছে ঠিক, কিন্তু তারা এখনো আমাদের প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে ঘাপটি মেরে আছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের সভাপতি মনজুর রহমান ভূঁইয়া। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: শাহ আলম ও সাংগঠনিক সম্পাদক এইচ এম স্বপন রানা। এ সময় আরো বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।


আরো সংবাদ



premium cement
জয়পুরহাটে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত শ্বেতী রোগ কি ছোঁয়াচে, নিরাময়যোগ্য অসুখ? কাউখালীতে নাশকতা ও হত্যা মামলায় গ্রেফতার ৩ ট্রাম্পের মার্কিন সাহায্য হ্রাস : দীর্ঘমেয়াদি সঙ্কটের আশঙ্কা অভিষেকেই বাজিমাত বাংলাদেশের হামজার গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা করবেন নেতানিয়াহু গাজায় আবারো যুদ্ধ শুরুর আশঙ্কা সিরাজগঞ্জে নদীতে ডুবে ৩ শিক্ষার্থী নিখোঁজ : আরো দুজনের লাশ উদ্ধার নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান, হতে চান কোচ ৭ জেলায় আংশিক ও মেহেরপুরে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা বিএনপির ইউক্রেনে যুদ্ধবিরতির পর নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

সকল