চবিতে শিক্ষকদের ২ দিনব্যাপী গবেষণা কর্মশালা সম্পন্ন
- চট্টগ্রাম ব্যুরো
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) গবেষণা পরিচালনা ও প্রকাশনা দফতরের আয়োজনে চবি ব্যবসায় প্রশাসন অনুষদের লেকচার গ্যালারিতে দু’দিনব্যাপী বেস্ট রিচার্স আর্টিকেল অ্যাওয়ার্ড সিরেমনি ২০২৩ অ্যান্ড রিচার্স ওয়ার্কশপ ২০২৫ চবি শিক্ষকদের অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চবি প্রো-ভিসি (প্রশাসন) ও চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দফতরের পরিচালক প্রফেসর ড. মো: কামাল উদ্দিন। এতে বক্তব্য রাখেন- চবি সিন্ডিকেট সদস্য, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের সভাপতি প্রফেসর ড. তোফায়েল আহমেদ।
কর্মশালার দ্বিতীয় দিনে গবেষণা সংক্রান্ত নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা করেন চবি লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ তারিকুল হাসান চৌধুরী, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মো: আফতাব উদ্দীন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ও চবি প্রো-ভিসি (প্রশাসন) ড. মো: কামাল উদ্দিন, মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মুহ্ম্মাদ আলমগীর ও আইন বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মঈন উদ্দীন।
উল্লেখ্য, দুই দিনব্যাপী কর্মশালায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সভাপতি ও চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. তোফায়েল আহমেদকে চবি প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন সৌজন্য উপহার প্রদান করেন।
ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস দেখা করলেন চবি ভিসির সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস আলবার্ট আনর্ল্ড গত বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় চবি প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন, প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক তাসনিয়া রুবাইয়াত ও সৈয়দা ফারিহা লাহারিন উপস্থিত ছিলেন।
ভিসি অতিথিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাসে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি অতিথিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। ভিসি বলেন, বাংলাদেশে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর নতুন প্রশাসন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম উন্নত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালনার পাশাপাশি দেশ-বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষণা বিনিময়ে যৌথ কার্যক্রম পরিচালনা করছে।
ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ইমেরিটাস আলবার্ট আনর্ল্ড চবি ভিসির কথা অত্যন্ত মনোযোগ ও আগ্রহসহকারে শোনেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু ও চমৎকার পরিবেশের কথা জেনে অত্যন্ত সন্তোষ ও আগ্রহ প্রকাশ করেন। তিনি চবি ভিসি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ফুলব্রাইট বিশেষজ্ঞ ডক্টর আনর্ল্ড তার প্রায় ২ সপ্তাহের সফর সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনময়, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করবেন এবং ফ্যাকাল্টি মেম্বারদের পারফর্মেন্স ও কারিকুলাম উন্নয়নে কাজ করবেন বলে জানিয়েছেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা