০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`
খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ কমিটি পুনর্গঠন

ফ্যাসিবাদের পুনর্বাসন রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. আহমদ আবদুল কাদের

-

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দীর্ঘ ১৬ বছরের জুলুম নির্যাতনের পর হাজারো প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা টিকিয়ে রাখতে হবে। এই অর্জনকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে দেয়া যাবে না। ফ্যাসিবাদের পুনর্বাসন রুখতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরার সাধারণ অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। গতকাল মহানগরী মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত অধিবেশনে ২০২৫-২০২৬ সেশনের জন্য শাখা পুনর্গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন অধ্যাপক মাওলানা আজিজুল হক, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ আবুল হোসেন। অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিল, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ জহিরুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শায়খুল হাদিস মাওলানা আবদুস সামাদ প্রমুখ।

ঢাকা মহানগরী দক্ষিণের নবনির্বাচিত নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য হলেন- সহসভাপতি মাওলানা নুরুল হক, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আবদুর রহমান, থমুফতি সাইফুল হক, মল্লিক মোহাম্মদ কিতাব আলী, সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবীর আজাদ, কাজী আরিফুর রহমান, মোস্তাফিজুর রহমান ইরান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক সেলিম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মনসুরুল আলম মনসুর, বায়তুলমাল সম্পাদক আবদুল হান্নান সরকার, দাওয়াহ-বিষয়ক সম্পাদক মো: গিয়াস উদ্দিন, ওলামা-বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ আহমদ উল্লাহ, দফতর সম্পাদক অ্যাডভোকেট এ এস এম সানাউল্লাহ, শ্রমবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ড. আনিসুর রহমান শিপলু, সমাজকল্যাণ সম্পাদক মো: শাহাব উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক এ বি এম শহীদুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদিকা মমতাজ বেগম, যুব ও আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এনায়েত রাব্বি একরাম, সহপ্রশিক্ষণ সম্পাদক মাওলানা ড. মারুফ বিল্লাহ, সহ-বায়তুলমাল সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম, দেওয়ান আফসার মাহমুদ, সহওলামাবিষয়ক সম্পাদক মাওলানা ফরিদ আহমদ হেলালী, নির্বাহী সদস্য মাওলানা মিজানুর রহমান, মোহাম্মদ হোসেন খান, হাবিবুল্লাহ মান্নান, নজরুল ইসলাম ভূঁইয়া, মাওলানা ওয়ালী উল্লাহ, মাওলানা শরীফ উদ্দিন, মোহাম্মদ নিজাম উদ্দিন, মুফতি ইয়াসিন ও খন্দকার রুহুল আমীন। এ ছাড়াও ৩১ সদস্যবিশিষ্ট ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

 


আরো সংবাদ



premium cement

সকল