২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ওপর লাঠিচার্জ

আদর্শ শিক্ষক ফেডারেশনের নিন্দা
প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখী ইবতেদায়ি মাদরাসা ঐক্যজোটের পদযাত্রাকে শাহবাগে বাধা দেয় পুলিশ : নয়া দিগন্ত -

জাতীয়করণের দাবিতে আন্দোলনকারী স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। একই সাথে তাদের ওপর জলকামানও ব্যবহার করা হয়েছে। এতে আহতে হয়েছেন কয়েকজন শিক্ষক। গতকাল রোববার দুপুরে আন্দোলনরত শিক্ষকরা প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিতে যাওয়ার প্রাক্কালে এ ঘটনা ঘটে। ধর্মঘটরত শিক্ষকরা জানিয়েছেন, প্রাথমিক স্কুলের মতো সব বিধি-বিধান মেনেও মাদরাসা শিক্ষকেরা চার দশক ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। তাদের দাবি মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ঘোষণা করতে হবে। শিক্ষকদের অভিযোগ, গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের পদযাত্রায় লাঠিপেটা ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হওয়া এই পদযাত্রা শাহবাগে আসার পরে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় শিক্ষকদের ওপর পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন শিক্ষক আহত হয়েছেন।

শিক্ষকরা জানান, তাদের অবস্থান চলবে এবং ঘোষণা না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। শিক্ষকরা বলেন, আমরা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারি বিধি-নিয়ম অনুসরণ করে গত ৪০ বছর বিনা বেতনে শিক্ষকতার পেশায় দায়িত্ব পালন করে আসছি। কিন্তু সামান্য অনুদানের টাকা নিয়ে মানবেতর জীবনযাপন করছি। ১৯৯৪ খ্রিষ্টাব্দে একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ৫০০ টাকা সরকারিভাবে অনুদান দেয়া হয়। পরবর্তীতে ২০১৩ খ্রিষ্টাব্দে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। বাকি প্রতিষ্ঠানের শিক্ষকদের জাতীয়করণ তো দূরের কথা, এ পর্যন্ত একটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাও এমপিওভুক্তির আওতায় আনা হয়নি।
মাদরাসা শিক্ষকদের আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন বলেন, ১৯৮৪ খ্রিষ্টাব্দে ৭৮ অর্ডিনেন্স ১৭ এর ২ ধারা মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাদরাসা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। তখন থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এনসিটিবি কর্তৃক পাঠ্য পুস্তক শিক্ষার্থীদেরকে পাঠদান করানো হয়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের যোগ্যতা সমমান। বর্তমানে এক হাজার ৫১৯টি অনুদানভুক্ত মাদরাসার প্রধান শিক্ষক তিন হাজার ৫০০ টাকা ও সহকারী শিক্ষক তিন হাজার ৩০০ টাকা অনুদান পান।
আদর্শ শিক্ষক ফেডারেশনের নিন্দা

এদিকে মাদরাসা শিক্ষকদের ওপর লাঠিচার্জ জলকামান ব্যবহারের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে আদর্শ শিক্ষক ফেডারেশন। গতকাল এক বিবৃতিতে ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলী এবং সেক্রেটারি জেনারেল প্রফেসর এ বি এম ফজলুল করীম বলেন, যৌক্তিক দাবি নিয়ে কিছু দিন ধরে ইবতেদায়ি মাদরাসা শিক্ষক-কর্মচারী ঐক্যজোট প্রেস ক্লাবে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে। তাদের এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষক সংগঠন। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনও তাদের এই যৌক্তিক শান্তিপূর্ণ আন্দোলনে সমর্থন দিয়ে আসছে। বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষক সংগঠনের সমর্থন পেলেও সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেয়ে গতকাল রোববার স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করে। তাদের এই শান্তিপূর্ণ পদযাত্রা শাহবাগে পৌঁছলে পুলিশলাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান থেকে পানি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কিছু শিক্ষক-কর্মচারী আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
নেতৃদ্বয় বলেন, বাংলাদেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিক্ষার ইবতেদায়ি মাদরাসার শিক্ষক-কর্মচারীরা। এত বৈষম্য থাকার পরও নতুন বাংলাদেশে ইবতেদায়ি মাদরাসা শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবি মেনে না নিয়ে তাদের ওপর হামলা, কোনোভাবেই সহ্য করা যায় না। অবিলম্বে শিক্ষকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা এবং শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার জন্য শিক্ষক ফেডারেশনের নেতৃদ্বয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।

 


আরো সংবাদ



premium cement
গাছে আটকেপড়া বিড়ালকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বরিশালের টানা ৫ জয়, কঠিন সমীকরণে খুলনা সিরাজদিখানে নিখোঁজের ৭ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র রোমানের ৪৪তম বিসিএসে ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ পাকিস্তানের হার, টেস্ট চ্যাম্পিয়নশিপের সাতে বাংলাদেশ ‘বাবা বেঁচে নেই, তাই আমাকে আর কেউ চিপস, চকলেট কেনার টাকা দেয় না’ শহীদ জসিমের ছেলে সিয়াম গাজাবাসীকে মিসর-জর্ডানে সরিয়ে নেয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের সাত কলেজের শিক্ষার্থীদের বারবার যে কারণে রাস্তায় নামতে হয়েছে সড়ক দুর্ঘটনায় আহত ২ আত্মীয়কে হাসপাতালে রেখে ফেরার পথে নিজেই নিহত যুবলীগ নেতা মতি ৭ দিনের রিমান্ডে দাগনভূঞায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

সকল