৫ ঘণ্টা বরিশাল নগরভবন অবরুদ্ধ রেখেছেন পরিচ্ছন্নতাকর্মীরা
- বরিশাল ব্যুরো
- ২৭ জানুয়ারি ২০২৫, ০১:২৪
অনিয়মতান্ত্রিকভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে বরিশাল নগর ভবন ঘেরাও করেছে পরিচ্ছন্নতাকর্মীরা। রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মিছিলসহকারে এসে নগর ভবনের মূল ভবন আটকে দেন শ্রমিকরা। সন্ধ্যা পর্যন্ত প্রধান ফটকেই অবস্থান করেন তারা। এ দিকে নগর ভবন ঘেরাও করায় ভেতরে আটকা পড়েন কর্মকর্তা-কর্মচারীসহ সেবা প্রত্যাশীরা। যদিও অনেককে দেয়াল টপকে বেরিয়ে যেতে দেখা গেছে।
বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসেন ঢালী বলেন, কোনো ধরনের কারণ দর্শানো বা লিখিত নোটিশ না দিয়ে মৌখিক নির্দেশে ১ জানুয়ারি ১৬০ শ্রমিককে আকস্মিক ছাঁটাই করা হয়েছে; যা সম্পূর্ণ অন্যায় ও বেআইনি। এক দিকে দ্রব্যর্মূল্যের ঊর্ধ্বগতি, অন্য দিকে ষাটোর্ধ্ব শ্রমিকদের সামাজিক কোনো নিরাপত্তা না দিয়ে হঠাৎ করে চাকরি থেকে বাদ দেয়ায় তাদের পরিবার-পরিজন অবর্ণনীয় দুর্দশা ও অপূরণীয় ক্ষতির শিকার হতে হচ্ছে। তাই মানবিক কারণে তাদের কাজে যোগদানে অনুমতি দেয়া একান্ত প্রয়োজন।
রুহুল আমিন নামে এক শ্রমিক বলেন, স্যারদের কাছে আমরা তো বাড়িগাড়ি চাই না। একটু কাজ করে বেঁচে থাকব সেটি চাই। বুড়ো বয়সে এসে আমাদের চাকরি থেকে বাদ দেয়া হয়েছে। আমাদের আত্মহত্যা ছাড়া উপায় নেই। আনোয়ার হোসেন নামে আরেক শ্রমিক বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে এসেছি। আমরা চাই সিটি করপোরেশন থেকে ছাঁটাইকৃত ১৬০ জন শ্রমিককে চাকরিতে পুনর্বহাল করা হোক। বরিশাল সিটি করপোরেশনে কর্মরত সব শ্রমিককে শ্রম আইন অনুযায়ী স্থায়ীকরণ করতে হবে। সবাইকে পরিচয়পত্র, নিয়োগপত্র, সার্ভিস বুক দিতে হবে। বেতনবৈষম্য চলবে না। প্রাপ্য সব ভাতা পরিশোধ করতে হবে। এ দাবিগুলো মেনে না নিলে সড়ক থেকে আমাদের সরানো যাবে না।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারি বলেন, সরকারি নিয়ম মেনেই এদেরকে ছাঁটাই করা হয়েছে। আন্দোলনরতদের সাথে দফায় দফায় বৈঠক চলছে। তাদের বলা হয়েছে লিখিত দিতে সেটি আমরা মন্ত্রণালয়ে পাঠাব, কিন্তু তারা আমাদের লিখিত বা মৌখিক কিছু জানায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা