২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১, ২৮ রজব ১৪৪৬
`
পলিথিন কারখানায় অভিযান

ব্যবসায়ীদের হামলায় আহত অধিদফতরের পরিচালক

-

রাজধানীর চকবাজারে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযানে গিয়ে ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো: শওকত আলী। গতকাল দুপুরে অভিযান শেষে ফেরার পথে তিনি হামলার শিকার হন। তিনি মাথা ও মুখের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবেশ অধিদফতর সূত্র জানায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে গতকাল চকবাজারে অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে মালামাল জব্দ ও কারখানা সিলগালা করে ফিরে আসার সময় কারখানার লোকজন হামলা করেন। এ সময় হামলাকারীরা জব্দ করা মেশিন ও মালমাল ভর্তি ট্রাক ভাঙচুর করে সব ছিনিয়ে নিয়ে যান এবং পরিচালক শওকত আলী আহত হন। হাসপাতালে দেখতে এসে রুবিনা ফেরদৌসী সাংবাদিকদের বলেন, অভিযানে মালামাল জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়। পরে হেঁটে মূল সড়কে যাওয়ার সময় কারখানার লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে একজন পরিচালক আহত হয়েছেন। তার মাথা ও মুখের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক হোসেন জানান, আহত শওকত আলী বর্তমানে নাক, কান গলা বিভাগে ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্ট থানা বিষয়টি দেখছে। চকবাজার থানার অফিসার ইনচার্জ মো: রেজাউল হোসেন বলেন, অভিযানের সময় পুলিশ তাদের সাথে ছিল। হামলাকারীরা কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যায়। এ ঘটনায় পরিবেশ অধিদফতর মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

 


আরো সংবাদ



premium cement