২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

পরবর্তী প্রজন্মের জন্য ক্লিন, গ্রিন, হেলদি চট্টগ্রাম গড়তে চাই : চসিক মেয়র

-

পরবর্তী প্রজন্মের জন্য একটি ক্লিন, গ্রিন এবং হেলদি চট্টগ্রাম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জনে জনগণের আন্তরিক সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন। তিনি শনিবার সন্ধ্যায় উত্তর আগ্রাবাদ ওয়ার্ডস্থ বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা আবাসিক কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
ডা: শাহাদাত বলেন, পরিবেশ সুরা, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নগরজীবনের মানোন্নয়নই আমাদের অগ্রাধিকার। একা প্রশাসন এ কাজ করতে পারবে না। জনগণ যদি নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করে, তবে চট্টগ্রামকে সত্যিকার অর্থে পরিচ্ছন্ন, সবুজ এবং স্বাস্থ্যসম্মত নগরীতে পরিণত করা সম্ভব হবে। তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে ইতোমধ্যে বেশ কিছু কার্যক্রম হাতে নেয়া হয়েছে, যা নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিটি এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। নগরীতে সবুজায়ন বাড়াতে সড়কের পাশে গাছ লাগানো হচ্ছে। প্লাস্টিক ও অপচনশীল বর্জ্যরে ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নগরীর প্রত্যন্ত অঞ্চলে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চসিক হাসপাতাল এবং ক্লিনিকগুলোর পরিসেবা আরো আধুনিক করা হয়েছে। যানজট নিরসনে একাধিক প্রকল্প হাতে নেয়া হয়েছে। নতুন সড়ক প্রশস্তকরণ, রাস্তাঘাট মেরামত এবং ফুটপাথ নির্মাণের কাজ চলছে। নগরীর প্রধান সড়কগুলোতে এলইডি লাইট স্থাপন এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রম চালানো হচ্ছে। চট্টগ্রামকে বর্জ্য মুক্ত রাখতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মাঝে আলাদা ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে মেয়র শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, বসুন্ধরা আবাসিক কল্যাণ সমিতির মতো অন্যান্য সংগঠন যদি এভাবে কাজ করে, তবে সমাজে মানবিক মূল্যবোধ আরো দৃঢ় হবে।
আবাসিক কল্যাণ সমিতির সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন ও আহ্বায়ক কমিটির সদস্য মো: কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো: হানিফ পেয়ারু, সি. সহ সভাপতি নুর হোসেন মীর, সহসভাপতি জাফর উদ্দীন ভুঁইয়া, বিএনপি নেতা আবদুল মান্নান, সাইদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক দিদার হোসেন, গোলাম নবী আপেল, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাফী মুন্না, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবর প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
নওগাঁয় পুকুর থেকে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার ঢাবি ও সাত কলেজের ঘটনা নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচার নির্বাচন আয়োজন নিয়ে সিইসির বক্তব্যের সাথে একমত বিএনপি : দুদু আ’লীগ নেতা, পুলিশসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি গাছে আটকেপড়া বিড়ালকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বরিশালের টানা ৫ জয়, কঠিন সমীকরণে খুলনা সিরাজদিখানে নিখোঁজের ৭ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র রোমানের ৪৪তম বিসিএসে ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ পাকিস্তানের হার, টেস্ট চ্যাম্পিয়নশিপের সাতে বাংলাদেশ ‘বাবা বেঁচে নেই, তাই আমাকে আর কেউ চিপস, চকলেট কেনার টাকা দেয় না’ শহীদ জসিমের ছেলে সিয়াম গাজাবাসীকে মিসর-জর্ডানে সরিয়ে নেয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

সকল