২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১, ২৮ রজব ১৪৪৬
`

জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী বই পাবে

চট্টগ্রামে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
-

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী বই পাবে। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউজের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয়বিষয়ক মতবিনিময় সভায় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিভাগীয় কমিশনার কার্যালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতর চট্টগ্রাম এ মতবিনিময় সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা। তিনি কোথাও দুর্নীতি পেলে সাথে সাথে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে দুর্নীতির প্রমাণ পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো: মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো: আব্দুল হাকিম। প্রাথমিক শিক্ষা অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো: আতাউর রহমান বিভাগের সার্বিক তথ্য উপস্থাপন করেন। উপদেষ্টা আরো বলেন, স্বাধীনতার পর অনেক অনেক শিক্ষানীতি করা হয়েছে। সেজন্য বিভিন্ন প্রকার প্রস্তাবও পেশ করা হয়েছে কিন্তু তা কখনো কার্যকর হয়নি। এটা মূলত আমাদের জাতীয় সমস্যা। এ জন্য আমাদের দেশের অগ্রসর নাগরিকদের এগিয়ে আসতে হবে। উপদেষ্টা পরে চট্টগ্রামে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) পরিদর্শন ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। পরে পিটিআই সংলগ্ন পরীক্ষার বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন।
এ ছাড়াও সকালে উপদেষ্টা চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (চট্টগ্রাম জেলা) ২০২৪ উদ্বোধন করেন। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা: শাহাদাত হোসেন, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো: মাসুদ রানা, জেলা প্রশাসক ফরিদা খানম এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement