২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১, ২৮ রজব ১৪৪৬
`

শেখ হাসিনা দেশে ফেরাউনের রাজ কায়েম করেছিল : রিজভী

-

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলুম-অত্যাচার, গুম-খুন-হত্যা আর ফ্যাসিবাদ কায়েম করে বিগত ১৭ বছর শেখ হাসিনা দেশে ফেরাউনের রাজ্য কায়েম করেছিল। পৃথিবীর সব ফ্যাসিস্ট, স্বৈরাচার, দুর্নীতিবাজরা যা করে শেখ হাসিনা তাই করেছে।
গতকাল রোববার সন্ধ্যায় মানিকগঞ্জ শিল্পকলা একাডেমির মিলনায়তনে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের একযুগপূর্তি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানিকগঞ্জ জেলা শাখা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ডা: মো: জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: মো: রফিকুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর।
জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফার সঞ্চালনায় আলোচক হিসেবে ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম হাফিজ কেনেডি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর রোবায়েত ফেরদৌস।
রুহুল কবির রিজভী আরো বলেন, বর্তমান ড. ইউনূস সরকারকে আমরাও সমর্থন করি তবে তাদের অবশ্যই চালের দাম কমাতে হবে। মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে। আপনারা সংস্কার করুন, তবে দ্রুত করুন। মানুষের পেটে ভাত না থাকলে মানুষ জুুলাই ঘোষণা শুনবে না। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে শর্টগান নিষিদ্ধ করতে হবে, পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে, খাদ্যের নিশ্চয়তা দিতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা দিতে হবে। এর চাইতে বড় কোনো সংস্কার আর হতে পাবে না। অবশ্যই এই সরকারকে গণতন্ত্রের উত্তোরণ নিশ্চিত করতে হবে।
আফরোজ খান রিতা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিক্ষা, মেধা, জ্ঞানকে প্রাধান্য দিয়েছেন। তিনি মেধা বিকাশের জন্য কাজ করেছেন; কিন্তু বিগত পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে মেধা শূন্য করেছে। বিএনপিকে ক্ষমতায় এনে আবার একটা মেধাবী প্রজন্ম তৈরি করতে হবে।

 

 


আরো সংবাদ



premium cement