২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

জাবিতে প্রতি আসনে লড়বেন ১৪৫ শিক্ষার্থী

৬ ইউনিটে আবেদন আড়াই লাখ
-


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। গত ২১ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষে ছয়টি ইউনিটে মোট দুই লাখ ৬২ হাজার ৪৫০টি আবেদন জমা পড়েছে। এক হাজার ৮১৪টি আসনের বিপরীতে প্রতি আসনে লড়বেন গড়ে প্রায় ১৪৫ শিক্ষার্থী।
শনিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ৯ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে (শুক্র ও শনিবার ছাড়া)। চূড়ান্ত তারিখ ও সময়সূচি সংশ্লিষ্ট ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে ওয়েবসাইটে (ju-admission.org) প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড টেকনোলজি, আইআইটি)। ‘এ’ ইউনিটে মোট ৪২৬টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ৭৩ হাজার ১৬১টি। এর মধ্যে ছেলেরা আবেদন করেছেন ৪৬ হাজার ৮৩৩ জন এবং মেয়েরা ২৬ হাজার ৩২৮ জন। এ অনুষদে আসনপ্রতি লড়বেন প্রায় ১৭২ শিক্ষার্থী।
‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদে) মোট ৩২৬টি আসনের বিপরীতে আবেদন পড়েছে প্রায় ২৩ হাজার ৭৬৯টি। এর মধ্যে মেয়ে সংখ্যা ১২ হাজার ৯১৯ জন এবং ছেলের সংখ্যা ১০ হাজার ৮৫৮ জন। আসনপ্রতি লড়বেন ৭৩ শিক্ষার্থী।

‘সি’ ইউনিট (কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) মোট ৪৩৮টি আসনের বিপরীতে নারী শিক্ষার্থী আবেদন করেছেন ২৯ হাজার ৩৫৫ জন এবং পুরুষ ২৪ হাজার ৩৮ জন। মোট আবেদন পড়েছে ৫৩ হাজার ৩৯৩ জন, আসনপ্রতি লড়বেন ১২২ শিক্ষার্থী।
‘সি১’ ইউনিট (কলা ও মানবিক অনুষদ : নাট্যতত্ত্ব ও চারুকলা) নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগে মোট ৬৪টি আসনের বিপরীতে নারী এবং পুরুষ শিক্ষার্থীদের আবেদন পড়েছে যথাক্রমে দুই হাজার ৯৪৭টি এবং দুই হাজার ৫৫৭টি। মোট আবেদন পড়েছে পাঁচ হাজার ৫০৪টি, আসনপ্রতি লড়বেন ৮৬ জন।
‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) মোট ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৬ হাজার ৭৫৫ জন। এ ইউনিটে আসনপ্রতি লড়বেন প্রায় ২৮০ জন। মেয়ে শিক্ষার্থীদের আবেদন পড়েছে ৪৭ হাজার ৬৯১টি এবং ছেলে শিক্ষার্থীদের আবেদন পড়েছে ৩৯ হাজার ৬৪টি।

‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) মোট ২০০টি আসনের বিপরীতে মোট আবেদন সংখ্যা ১৫ হাজার ১৮১টি, আসনপ্রতি লড়বেন ৭৬ জন।
‘আইবিএ জেইডইউ’ ইনস্টিটিউটে মোট ৫০টি আসনের বিপরীতে চার হাজার ৬৮৭টি আবেদন জমা পড়েছে। এ ইউনিটে আসনপ্রতি লড়বেন প্রায় ৯৪ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সব ইউনিটে ভর্তি পরীক্ষা ৮০ নম্বরের বহুনির্বাচনী পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ৫৫ মিনিট এবং ওএমআর পূরণের জন্য ৫ মিনিট অতিরিক্ত সময় দেয়া হবে।
‘সি১’ ইউনিটভুক্ত নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের শিক্ষার্থীদের বহুনির্বাচনী পরীক্ষার পাশাপাশি ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। এতে ন্যূনতম ৪০% নম্বর পেতে হবে। পরীক্ষা শেষ হওয়ার দিন রাতেই ফলাফল প্রকাশ করা হবে। কোনো কারিগরি ত্রুটি হলে সর্বোচ্চ ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিট বা ডিন অফিসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ju-admission.org) এবং ইউনিট অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।


আরো সংবাদ



premium cement

সকল