২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

আহত মধুপুরের পীরকে দেখতে হাসপাতালে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কায়কোবাদ

মধুপুরের পীরকে দেখতে হাসপাতালে যান মোফাজ্জল হোসেন কায়কোবাদ -

রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন সড়ক দুর্ঘটনায় আহত মধুপুর পীর আব্দুল হামিদকে দেখতে গেছেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এ সময় তিনি পীরের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার আশু সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান। গতকাল দুপুরে তিনি রাজধানীর ধুপখোলায় অবস্থিত আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন এই পীরের খোঁজ নিতে যান। তিনি পরিবারের সদস্যদের সাথে দেখা করে কুশলাদি বিনিময় ও সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরে লালবাগে শাহী মসজিদের পাশে লালবাগ মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি ফজলুল হক আমিনীর কবর জিয়ারত করেন এ বিএনপি নেতা। এ সময় ইসলামী ঐক্য জোটের ভাইস চেয়ারম্যান মাওলানা জুবায়ের আহমদ, মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী, হেফাজত ইসলামের প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement

সকল