গুজব ছড়িয়ে চট্টগ্রামের শিল্প খাত অস্থিতিশীলের পাঁয়তারা করছে দুর্বৃত্ত চক্র
- চট্টগ্রাম ব্যুরো
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
ইপিজেড এলাকায় গুজব ছড়িয়ে চট্টগ্রামের শিল্প খাতকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে দুর্বৃত্ত চক্র। গতকাল নগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন সিএমপির উপ-কমিশনার (গণমাধ্যম) রইছ উদ্দিন।
তিনি বলেন, দুই দিন ধরে দেশ ও রাষ্ট্রবিরোধী কিছু দুর্বৃত্ত বিভিন্ন ধরনের মিথ্যা প্রচারণার মাধ্যমে শিল্প খাতকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এরই ধারাবাহিকতায় ২২ জানুয়ারি চট্টগ্রাম ইপিজেড এলাকার শেলটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্মাণাধীন ভবনের ফটকের ভেতরে ঢোকায় তিন শিশুকে মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছে।
গুজবের কারণে শেলটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ভবনে ঢুকে ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটে। তিনি বলেন, শিশু হত্যার গুজব কারখানার শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে ২৩ জানুয়ারি চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকার বিভিন্ন কারখানার দুইশ’ থেকে আড়াইশ’ শ্রমিক শেলটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্মাণাধীন ভবনে প্রবেশ করে নির্মাণ শ্রমিকদের ঘর ও বিভিন্ন অফিস ভাঙচুর করে, দু’টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। পুলিশ ও বিভিন্ন বাহিনীর যৌথ ভূমিকায় রাতে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়েছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ইপিজেডের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক আছে বলেও তিনি জানান। পুলিশের এই কর্মকর্তা বলেন, যে তিন শিশুকে মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছিল, সেই তিন শিশুকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে তারা পুলিশের তত্ত্বাবধানে নিজ নিজ অভিভাবকের জিম্মায় আছে। নগর পুলিশের ব্রিফিংয়ে সেই তিন শিশুকেও হাজির করা হয়।
ব্রিফিংয়ে দেশ এবং রাষ্ট্রবিরোধী কিছু দুর্বৃত্ত চক্র যারা বিভিন্ন ধরনের মিথ্যা প্রচারণার মাধ্যমে শিল্প খাতকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে, তাদের প্রতিহত করার আহ্বান জানানো হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা