২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

ডাকাতি করে শত কোটি টাকার মালিক কেরানীগঞ্জের ডাকাত সর্দার নুরুজ্জামান

-


সন্ত্রাসের জনপথ ঢাকার কেরানীগঞ্জের আতঙ্ক, আওয়ামী লীগ নেতা, ইউপি সদস্য ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার নুরুজ্জামান দেওয়ান ওরফে জামান। জুলাই বিপ্লবে ছাত্র জনতার মিছিলে গুলি করে ছাত্রহত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ হত্যা, নারী নির্যাতনসহ এমন কোনো অপরাধ নেই, যা তার দ্বারা সংঘটিত হয়নি। তিনি একাধারে আওয়ামী লীগ নেতা, ইউনিয়ন পরিষদের সদস্য ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। এসব অপরাধের কারণে তার বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর, শ্যামপুর, কোতোয়ালি, দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানায় ১০টি মামলা ৩০টি সাধারণ ডায়েরি রয়েছে। গ্রেফতার হয়েছেন ১৫ বার।

গ্রেফতারের পর বারবারই কোনো অদৃশ্য ক্ষমতার ইশারায় জেল থেকে পার পেয়ে যান। জেল থেকে বের হয়ে আবার শুরু করেন, হাইওয়ে সড়ক, মানুষের বাসা বাড়ি, খামার, বিভিন্ন অফিস আদালত ও রাস্তাঘাটে ডাকাতি। শুধু ঢাকাতেই নয়, তার ডাকাতি বিস্তার লাভ করেছে যশোর, মাগুরা, ঝিনাইদহ, মাদারীপুর, ফরিদপুর, চট্টগ্রাম মহাসড়ক, সিলেট সড়কসহ বিভিন্ন সড়ক ও মহাসড়কে। বাস ডাকাতি, ট্রাক, সিএনজি, বেবি টেক্সি, অটোরিকশা ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করছেন নির্দ্বিধায়। শীতের মৌসুম আসলেই তৎপর হয়ে ওঠে ডাকাত সর্দার নুরুজ্জামান ওরফে জামান দেয়ানের সদস্যরা। দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির পর মালামাল জমা দেয়া হয় নুরুজ্জামানের কাছে। তিনি ডাকাতির মাল বিক্রির দায়িত্ব নেন। ডাকাতির মালামাল বিক্রি করে গত কয়েক বছরে তিনি শত কোটি টাকার মালিক বনে গেছেন। রয়েছে একাধিক আলিশান ভবন, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান।

এর আগে ২০২৩ সালের ৪ অক্টোবর ডিবি পুলিশের জালে ধরা পড়েন ঢাকা সরদার নুরুজ্জামান। তখন ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চারজন ও শ্যামপুর থানা এলাকা থেকে তিনজন ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ডাকাত সর্দার নুরুজ্জামান ছাড়াও রয়েছে মোহাম্মদ হারুন ব্যাপারী, শাহাবুদ্দিন হাওলাদার, মানিক ওরফে মইনুল ওরফে মইনুদ্দিন, তারা মিয়া ও আসাদ খান।
গ্রেফতারকৃতরা সবাই নুরুজ্জামান ওরফে জামান দেওয়ানের সহযোগী। তখন ডিবি পুলিশ তাদের কাছ থেকে লুণ্ঠিত ১৬টি ব্যাটারি একটি বড় ট্রাক, দু’টি চাপাতি, একটি ছুরি, একটি তালা কাটার যন্ত্র, একটি শাবল, দু’টি হাতুড়ি ও একটি লোহার বড় রড উদ্ধার করে। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এলাকাবাসী জানায়, নুরুজ্জামানের ওরফে জামান দেয়ানের গ্রামের বাড়ি কেরানীগঞ্জ উপজেলার বাস্তা ইউনিয়নে বাঘাশুর পূর্বপাড়া গ্রামে। তিনি বাস্তা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং বাস্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ দিপু এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের সাথে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। যে কারণে থানা পুলিশ ও তাকে সমীহ করে চলতেন। তার নেতৃত্বে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই যা তার দ্বারা সংঘটিত হয়নি। এলাকায় যত ধরনের ডাকাতি ঘটনা সংঘটিত হয় তা সবই নুরুজ্জামান দেওয়ানের নেতৃত্বে হয়ে থাকে। তার রয়েছে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী। বাহিনীর সদস্যদের মধ্যে রয়েছে, মনির দেওয়ান, রাজ্জাক দেওয়ান, জানু দেওয়ান, কামরুল, রাজু ও সিয়াম দেওয়ান অন্যতম। এই বাহিনীর অবৈধ অস্ত্রের ঝনঝনানীতে এলাকার মানুষ অতিষ্ঠ। এক কথায় বলা যায়, আতঙ্কের নাম নুরুজ্জামান।
ইয়াবা বিক্রি করে যুবসমাজ ধ্বংস করে দিয়েছে নুরুজ্জামান ওরফে জামান বাহিনী। গরু চুরি, মাদক বিক্রি ও অবৈধ অস্ত্রের চোরাচালানের সাথে জড়িত রয়েছে বাহিনীর সদস্যরা।

৫ আগস্ট নুরুজ্জামানের নেতৃত্বে ওয়াশপুর বসিলা এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলি চালানো হয়। উক্ত মিছিলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে স্কুলছাত্র রিয়াজ মারা যায়।
বাহিনী প্রধান নুরুজ্জামানের বিরুদ্ধে রয়েছে, কক্সবাজারে বেড়াতে নিয়ে আবাসিক হোটেলে আটকে রেখে রাহিমা নামের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ। পরে এলাকাবাসীর বিচার-সালিশের মাধ্যমে রাহিমাকে বিয়ে করতে বাধ্য হয় নুরুজ্জামান। কিন্তু বিয়ের পর থেকে রাহিমার জীবনে নেমে আসে নুরুজ্জামান কর্তৃক অত্যাচার ও নির্যাতনের খরোগ। যে কারণে সে বাধ্য হয়ে নুরুজ্জামানের বিরুদ্ধে আদালতে ধর্ষণ ও নারী নির্যাতন আইনে মামলা করেন। এই মামলায় আদালতে সাক্ষ্য দিতে গেলে নুরুজ্জামান আদালত প্রাঙ্গণে জনসমক্ষে রাহিমাকে কুপিয়ে যখম করেছে বলে জানান রাহিমা। এর পর থেকে তিনি প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুরের ওসমান জানায়, দুই বছর আগে ছিনতাইয়ের কবলে পড়ে। রাতের অন্ধকারে নুরুজ্জামান ছুরিকাঘাত করে সবকিছু নিয়ে যায়। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নুরুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হলে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। পরে তিনি জীবন রক্ষার্থে পালিয়ে সিঙ্গাপুর গিয়ে প্রাণে রক্ষা পান।

বাস্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হক জানান, আওয়ামী লীগ সন্ত্রাসী ও ডাকাত সর্দার নুরুজ্জামান শুধু বিএনপি করার অপরাধে অন্যায় ভাবে তার বিরুদ্ধে নির্যাতন চালিয়েছে। মারধর করে গুরুতর আহত করছে তাকে। এ ব্যাপারে থানায় অভিযোগ রয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জের দরবেশ আলী জানায়, তিনি নুরুজ্জামানের চাঁদাবাজির শিকার। নুরুজ্জামান আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তার কাছ থেকে কয়েক লাখ টাকা চাঁদা আদায় করেছেন। একপর্যায়ে চাঁদা দিতে অস্বীকার করায় তিনি মারধর করেন। এ ব্যাপারে থানায় মামলা চলমান।
বাঘাশুর গ্রামের গফুর জানায়, তিনি চার বছর আগে নুরুজ্জামানের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও জমি দখলের মামলা করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে ওই মামলায় চার বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছেন, রায় পাচ্ছেন না ।

সন্ত্রাসী নুরুজ্জামানের বিরদ্ধে আরেক মামলার বাদি মনির হোসেন দেওয়ান জানান, তিনি নুরুজ্জামানের বিরুদ্ধে জমি দখল ও অস্ত্র আইনে দু’টি মামলা দায়ের করেছিলেন। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে উক্ত মামলা থেকে তিনি রেহাই পান।
বাস্তা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি অফিসার মহুয়া শারমিন মুনমুন বলেন, ডাকাত সর্দার নুরুজ্জামানের অপরাধ সম্পর্কে তিনি এবং উপজেলা নির্বাহী অফিসার অবগত আছেন। যে কারণে তাকে ইউনিয়ন পরিষদের কোনো কার্যকলাপে ডাকা হয় না। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় এবং তিনি বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম এ প্রতিবেদককে বলেন, নুরুজ্জামানের অপরাধবিষয়ক ফাইল আমরা তদন্ত করে দেখছি। তার বিরুদ্ধে মামলার রেফারেন্স নিয়ে কেউ অভিযোগ নিয়ে এলে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে ইউপি সদস্য নুরুজ্জামানের মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আরো সংবাদ



premium cement
শনিরআখড়ায় প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০ হত্যা মামলায় সালমান এফ রহমান ৩ দিনের রিমান্ডে ট্রাম্পের শুল্ক নীতি চীনের অর্থনীতিকে চাপে ফেলতে পারে ঢাবি ভিসির সাথে ৭ কলেজের অধ্যক্ষদের জরুরি সভা চলছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে চরমোনাই পীরের সাথে বৈঠকে মির্জা ফখরুল খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত বিভাগ আছে, তা আগামী ৬ মাসের মধ্যে সংস্কার করা সম্ভব : মিয়া গোলাম পরওয়ার ঢাবি প্রো-ভিসির পদত্যাগের ৪ ঘণ্টার আল্টিমেটাম লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর

সকল