২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

ফ্যাসিবাদ মুক্ত ক্যাম্পাসের দাবিতে ববিতে বিক্ষোভ

-


বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাস ফ্যাসিবাদের দোসরমুক্ত ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সব সক্রিয় সংগঠন।
গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগের এক কর্মী শাহারিয়ার সানকে আটক করে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সিকিউরিটি রুমে আটকে রাখে। এ সময় সানের সহকর্মীরা এসে তাকে রুমের দরজা ভেঙে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের পাশের বরিশালের ভোলা সড়কে বিজয় মিছিল করে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে ক্রিয়াশীল সংগঠনগুলো একত্রে এ বিক্ষোভ মিছিল করে।

এ সময় তারা ফ্যাসিবাদের দোসরমুক্ত ক্যাম্পাস ঘোষণা করেন। একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জেলে ভর, ছাত্রলীগের বিরুদ্ধে আগুন জালো একসাথে, ছাত্রলীগের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না- এমনসব সে্লাগান দিতে থাকে তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয় শাহিদুল ইসলাম শাহেদ বলেন, জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ কর্মীকে গতকাল শিক্ষার্থীরা আটক করে। তার পর বিগত দিনে ছাত্রলীগের সাথে জড়িত তার সহপাঠীরা তাকে সিকিউরিটি রুমের দরজা ভেঙে বের করে নিয়ে যায়। আমরা মনে করি, এর মাধ্যমে মূলত ক্যাম্পাসে ছাত্রলীগ সক্রিয় হচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগের বিরুদ্ধে সদা প্রস্তুত আছে, তা জানান দিতে আজকের এই বিক্ষোভ মিছিল।

বিক্ষোভকারী ছাত্রদল কর্মী আজমাইন সাকিব বলেন, ছাত্র রাজনীতি বন্ধ থাকার সুযোগে নিষিদ্ধ গোষ্ঠী ছাত্রলীগ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের আধিপত্য বিস্তার এবং ক্যাম্পাসে অনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়া অবশ্যই উদ্বেগজনক। যে বা যারা গতকাল ছাত্রলীগের কর্মীকে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করেছে। অতিদ্রুত তাদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম রফিকুল ইসলাম বলেন, আমরা এ বিষয়ে তদন্ত শুরু করেছি। এর সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে শাস্তির আওতায় আনা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ভিসি শুচিতা শরমিন বলেন, আমরা কালকের বিষয়টি অবগত । ইতোমধ্যে সব সিসিটিভি ফুটেজ নিয়ে জড়িতদের শনাক্ত করার কাজ চলমান। বিশ্ববিদ্যালয়ের সম্পদ যারা নষ্ট করেছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নেবে।

 


আরো সংবাদ



premium cement