২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

খেলাফত মজলিসের আমির বাছিত আজাদ, মহাসচিব আবদুল কাদের পুনর্নির্বাচিত

-

মাওলানা আব্দুল বাছিত আজাদ ও ড. আহমদ আবদুল কাদের খেলাফত মজলিসের আমির ও মহাসচিব পুনর্নির্বাচিত হয়েছেন।
গতকাল রাজধানীর শাহজাহানপুর মাহবুব আলী ইনস্টিটিউট মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশনে ২০২৫-২৬ সেশনের জন্য ১১৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন করা হয় এবং শপথ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচিত অন্য সদস্যরা হলেন- নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা হাফিজ মজদুদ্দিন আহমদ, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, মাওলানা আবদুল কাদির সালেহ, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আবদুল হামিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এ বি এম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, আলহাজ সদরুজ্জামান খান, ডা: এ এ তাওসিফ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অধ্যাপক ড. আহমদ আসলাম, মাওলানা সামছুজ্জামান চৌধুরী, মাস্টার আবদুল মজিদ, অধ্যাপক মাওলানা এস এম খুরশিদ আলম, মাওলানা শেখ সালাহ উদ্দিন, সহকারী সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, ডা: হাসানুজ্জামান হেলাল, ডা: আসাদুল্লাহ, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, বোরহান উদ্দিন সিদ্দিকী, মাওলানা হাফেজ আবু সালমান, অধ্যক্ষ আবদুল হান্নান, বায়তুলমাল সম্পাদক আলহাজ আবু সালেহীন, সহকারী বায়তুলমাল সম্পাদক জিল্লুর রহমান, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক এ কে এম মাহবুবুল আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আবু সালমান, প্রশিক্ষণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রুহুল আমীন সাদী, প্রচার, প্রকাশনা ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রিফাত হোসেন মালিক, দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি শিহাবুদ্দীন প্রমুখ। এ ছাড়া ৬৪ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement