বাংলাদেশ অর্জনে খান এ সবুরের অবদান অবিস্মরণীয় : মুসলিম লীগ
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
বৃহত্তর খুলনার (খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা) উন্নয়নের কারিগর বাংলাদেশ মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি খান এ সবুরের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে গতকাল। এ উপলক্ষে শনিবার জাতীয় সংসদ ভবনের সামনে জাতীয় কবরস্থানে বেলা ১১টায় তার মাজার জিয়ারত করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় তারা জাতীয় কবরস্থানে সমাহিত দেশের শ্রেষ্ঠ মনীষীদের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
বাংলাদেশ মুসলিম লীগ নেতারা বলেন, ১৯৪৭ সালের ১৪ আগস্ট ভারত বিভক্তির দিনে বৃহত্তর খুলনাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের পরিবর্তে ভারতের পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করা হয়। ফলে তৎকালীন খুলনার জেলা প্রশাসকের কার্যালয়সহ বৃহত্তর খুলনার সর্বত্র উত্তোলন করা হয় অশোক চক্র সংবলিত ত্রিরঙা ভারতীয় পতাকা।
ফলে ভারত-ভুক্তির পর খুলনার মুসলিম জনগোষ্ঠী উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত হয়ে পড়ে। কারণ সে সময় অন্যান্য অঞ্চলের মতো বৃহত্তর খুলনায়ও হিন্দু জমিদার ও সমাজপতিদের নির্যাতন এবং শোষণের শিকার ছিল দরিদ্র ও অশিক্ষিত মুসলমানরা। তাদের এমন অসহায় পরিস্থিাতিতে তৎকালীন খুলনা জেলা মুসলিম লীগ সভাপতি, ১৯৪৬ সালে বঙ্গীয় ব্যবস্থাপক পদে খুলনা সদর আসন থেকে নির্বাচিত সদস্য খান এ সবুর হতাশ খুলনাবাসীকে আশার বাণী শোনান। তিনি জমিদার শৈলেন ঘোষের ষড়যন্ত্র ছিন্ন করে খুলনাকে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশের মানচিত্রে অন্তর্ভুক্ত করেন। খান এ সবুর সে দিন ব্যর্থ হলে বৃহত্তর খুলনা আজও ভারতে যুক্ত থাকত, বাংলাদেশের সাথে নয়। এমন অবিশ্বাস্য ও যুগান্তকারী অবদানের জন্য খুলনাবাসী ১৯৭৯ সালে অনুষ্ঠিত দ্বিতীয় সংসদ নির্বাচনে খান এ সবুরকে খুলনার দু’টি ও সাতক্ষীরার একটি আসনসহ মোট তিনটি আসন থেকে নির্বাচিত করেন।
তারা বলেন, অসাধারণ বাগ্মী ও দক্ষ পার্লামেন্টারিয়ান খান এ সবুর ১৯৬৫ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদমর্যাদায় পাকিস্তান জাতীয় পরিষদের (সংসদ) নেতা এবং কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী ছিলেন। এ সময়ে খুলনার সব উন্নয়নের পেছনে রয়েছে তার তর্কাতীত অবদান। মূলত তিনিই আধুনিক খুলনা ও মংলা বন্দরের প্রতিষ্ঠাতা। মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, সহসভাপতি নজরুল ইসলাম, অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, অ্যাভোকেট জসীমউদ্দীন, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী, শ্রম সম্পাদক ওসমান গনি, প্রকাশনা সম্পাদক আব্দুল আলিম, ইঞ্জিনিয়ার আলী নেওয়াজ প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা