দেশের স্বার্থে ফ্যাসিবাদবিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : অধ্যাপক মুজিবুর রহমান
- চট্টগ্রাম ব্যুরো
- ২৫ জানুয়ারি ২০২৫, ০১:৪৫
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, রাজনৈতিক মত-দ্বিমত একপাশে রেখে দেশের বৃহত্তর স্বার্থে শ্রমিকজনতাসহ ফ্যাসিবাদবিরোধী সকল পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক পক্ষগুলো জাতীয় স্বার্থে পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্য অটুট রাখতে না পারলে ৫ আগস্টের অর্জন ক্ষতিগ্রস্ত হবে। দীর্ঘ ষোলো বছর জনগণের ওপর অবৈধভাবে চেপে থাকা ফ্যাসিস্ট শাসকের পতনের ফলে জনগণ যে ইনসাফ ও সমৃদ্ধির আশা করছে তা ব্যাহত হবে। তাই সকল পক্ষের সাথে সম্পর্ক উন্নয়নে আমাদের ভূমিকা রাখতে হবে। সকলের সাথে ভালো আচরণ করতে হবে। দ্বিমত ও বিতর্ক হলে সেটাও উত্তমভাবে করতে হবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এ কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক লস্কর মুহাম্মদ তসলিমের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহ-সম্পাদক মুহাম্মদ ইসহাকের সঞ্চালনায় গতকাল শুক্রবার এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা সাবেক এমপি শাহজাহান চৌধুরী এবং অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমীন।
অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে প্রতি আমরা আহ্বান করছি, একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনারা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করুন। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করুন। মূল কথা হচ্ছে, নির্বাচনকে নির্বাচনের মতো করে করতে হবে। নির্বাচনে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেরাদের প্রভাব বিস্তার করতে দেয়া যাবে না। বিগত তিনটি নির্বাচনে যারা জনগণের ভোটাধিকার হরণ করে ভোটডাকাতি করেছে, সেসব ভোটডাকাতদের বিচারের মুখোমুখি করতে হবে। আগামীতে বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচার না আসতে পারে, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি আবু বকর বিন ইউসুফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি নুরুল হোসাইন, কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, রাঙ্গামাটি জেলা সভাপতি মুহাম্মদ আবদুস সালাম, বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমদ, খাগড়াছড়ি জেলা সভাপতি ডা: ওলিউর রহমান, মহানগরী সহসভাপতি নাজির হোসেন ও মকবুল আহম্মেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী প্রমুখ। সম্মেলনে চট্টগ্রাম মহানগরী ও জেলাগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বায়েজিদ থানা জামায়াতের ওরিয়েন্টেশন
আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ৫ আগস্টের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য অটুট রাখতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বায়েজিদ থানার উদ্যোগে বার্ষিক পরিকল্পনার ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বায়েজিদ থানা আমির মাওলানা জাকির হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বায়েজিদ থানা নায়েব আমির মাওলানা ফজলুল কাদের, সহকারী সেক্রেটারি হাফেজ আবুল মানসুর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল আলম, থানা অফিস সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুর রহমান, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, ওয়ার্ড আমির হাফেজ মনিরুল ইসলাম, এ কে এম হারুনুর রশিদ এবং সাংগঠনিক ওয়ার্ডের দায়িত্বশীলরা।কুরআনের আলোয় আবার আলোকিত হবে বীর চট্টলা : মুহাম্মদ শাহজাহান
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী শক্তি কুরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু এখন আল্লাহর কুরআন জেগে উঠেছে ফ্যাসিবাদ পালাতে বাধ্য হয়েছে। আল কুরআনের পরিপূর্ণ বিজয় এখানে সাধিত করব ইনশা আল্লাহ। আল্লাহর মেহেরবানিতে প্যারেড ময়দানে ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ৫ দিনব্যাপী আল্লাহর কুরআনের তাফসির চলবে। এখানে যারা তাফসির শোনার জন্য আসেন এই মাহফিলের মাধ্যমে প্রত্যেকে কুরআন প্রেমিক হবেন এবং ইসলামী আন্দোলনের সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হবেন। আল-কুরআনের আলোয় আবার আলোকিত হবে বীর চট্টলা।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম প্যারেড ময়দানে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে স্বেচ্ছাসেবক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারির অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চালনায় ওই সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ তাহের, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগর নায়েবে আমির ও সমাজ কল্যাণ পরিষদের সহসভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম, সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও সমাজ কল্যাণ পরিষদের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফুর রহমান, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল, মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম রনি।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, নগর কর্মপরিষদ সদস্য ডা: সিদ্দিকুর রহমান, সমাজ কল্যাণ পরিষদের সহকারী সেক্রেটারি শফিউল আলম ছোবহানী, সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক সেলিমুল্লাহ জামান, কোতোয়ালি থানা জামায়াতের আমির আমির হোছাইন, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী সবুজ, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, পাঁচলাইশ থানা আমির মাহবুবুল হাসান রুমী প্রমুখ।
সভাপতির বক্তব্যে সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, কুরআনবিরোধী শক্তি তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাঁর নূরকে পূর্ণতাদান করে ছাড়বেন। তিনি বলেন, আল্লাহ তায়ালা আবারো এই প্যারেড ময়দানে ৫ দিনব্যাপী ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত তাফসিরুল কুরআন মাহফিল করার তৌফিক দিয়েছেন। এই মাহফিল বিশ্ব ইজতেমাতে রূপান্তরিত হবে ইনশা আল্লাহ। এটাই আল্লাহর কাছে দোয়া করি। তিনি মাহফিল সুন্দরভাবে সম্পন্ন করার জন্য স্বেচ্ছাসেবকসহ চট্টলাবাসীর প্রতি আহ্বান জানান।
সম্মেলনে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের বলেন, দীর্ঘ ১৭ বছর পর প্যারেড ময়দানে আবারো ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাহফিল সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে শেষ করার জন্য সবার কাছে তিনি সহযোগিতা কামনা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা