খান এ সবুর-এর আজ ৪৩তম মৃত্যুবার্ষিকী
- ২৫ জানুয়ারি ২০২৫, ০১:৪৪
আজ শনিবার উপমহাদেশের সংসদীয় রাজনীতির কিংবদন্তী তৎকালীন জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বাংলাদেশ মুসলিম লীগের পুনর্গঠনের মহানায়ক খান এ সবুর-এর ৪৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ সকাল সাড়ে দশটায় মুসলিম লীগ নেতৃবৃন্দ শেরেবাংলা নগরস্থ জাতীয় কবরস্থানে মরহুমের মাজার জিয়ারত করবেন এবং খুলনা শহরেও গ্রামের বাড়ি ফকিরহাট উপজেলার আট টাকা গ্রামে মসজিদ-মাদরাসায় দোয়ার আয়োজন করা হয়েছে। মুসলিম লীগ প্রচার উপকমিটির আহবায়ক মো: আনোয়ার হোসেন আবুড়ী সব জেলা শাখাকে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের অনুরোধ জানিয়েছেন। খান এ সবুর ১৯১১ সালে ১ ফেব্রুয়ারি খুলনা বর্তমানে বাগেরহাট জেলার ফকিরহাটে জন্ম নেন। তার পিতা নাজমুল হোসেন খান ছিলেন একজন আইনজীবী। ১৯৪৭ সালের ১৪ আগস্ট সাবেক খুলনা জেলা বর্তমান বাগেরহাট, সাতক্ষীরা ও গোপালগঞ্জের কিছু অংশ হিন্দুস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল; তখন খান এ সবুর রাজনৈতিকভাবে আন্দোলন করে এবং বাউন্ডারি কমিশনে আপিলের মাধ্যমে ১৯৪৭-এর ১৮ আগস্ট অল ইন্ডিয়া রেডিওতে ঘোষণা করে বৃহত্তর খুলনা অঞ্চল তদানীন্তন পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যা আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অংশ। খান এ সবুর ১৯৬২Ñ১৯৬৯ পর্যন্ত কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী ও তৎকালীন জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ছিলেন। খান এ সবুরের নেতৃত্বে ১৯৭৬ সালের ৮ আগস্ট মুসলিম লীগ পুনর্গঠিত হয়। তিনি ১৯৭৯ সালের সাধারণ নির্বাচনে ৩টি আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে এ দেশে সংসদীয় রাজনীতির বিরল ইতিহাস সৃষ্টি করেন। এর পূর্বে কেউ ৩টি আসনে বিজয় হননি। খান এ সবুর ১৯৮২ সালের ২৫ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তার স্থাবর-অস্থাবর সব সম্পদ খান এ সবুর ট্রাস্ট নামে জনকল্যাণে দান করে যান। তার ঢাকার বাড়িতেই আজ বাংলাদেশ মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা