২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

খান এ সবুর-এর আজ ৪৩তম মৃত্যুবার্ষিকী

-

আজ শনিবার উপমহাদেশের সংসদীয় রাজনীতির কিংবদন্তী তৎকালীন জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বাংলাদেশ মুসলিম লীগের পুনর্গঠনের মহানায়ক খান এ সবুর-এর ৪৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ সকাল সাড়ে দশটায় মুসলিম লীগ নেতৃবৃন্দ শেরেবাংলা নগরস্থ জাতীয় কবরস্থানে মরহুমের মাজার জিয়ারত করবেন এবং খুলনা শহরেও গ্রামের বাড়ি ফকিরহাট উপজেলার আট টাকা গ্রামে মসজিদ-মাদরাসায় দোয়ার আয়োজন করা হয়েছে। মুসলিম লীগ প্রচার উপকমিটির আহবায়ক মো: আনোয়ার হোসেন আবুড়ী সব জেলা শাখাকে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের অনুরোধ জানিয়েছেন। খান এ সবুর ১৯১১ সালে ১ ফেব্রুয়ারি খুলনা বর্তমানে বাগেরহাট জেলার ফকিরহাটে জন্ম নেন। তার পিতা নাজমুল হোসেন খান ছিলেন একজন আইনজীবী। ১৯৪৭ সালের ১৪ আগস্ট সাবেক খুলনা জেলা বর্তমান বাগেরহাট, সাতক্ষীরা ও গোপালগঞ্জের কিছু অংশ হিন্দুস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল; তখন খান এ সবুর রাজনৈতিকভাবে আন্দোলন করে এবং বাউন্ডারি কমিশনে আপিলের মাধ্যমে ১৯৪৭-এর ১৮ আগস্ট অল ইন্ডিয়া রেডিওতে ঘোষণা করে বৃহত্তর খুলনা অঞ্চল তদানীন্তন পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যা আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অংশ। খান এ সবুর ১৯৬২Ñ১৯৬৯ পর্যন্ত কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী ও তৎকালীন জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ছিলেন। খান এ সবুরের নেতৃত্বে ১৯৭৬ সালের ৮ আগস্ট মুসলিম লীগ পুনর্গঠিত হয়। তিনি ১৯৭৯ সালের সাধারণ নির্বাচনে ৩টি আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে এ দেশে সংসদীয় রাজনীতির বিরল ইতিহাস সৃষ্টি করেন। এর পূর্বে কেউ ৩টি আসনে বিজয় হননি। খান এ সবুর ১৯৮২ সালের ২৫ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তার স্থাবর-অস্থাবর সব সম্পদ খান এ সবুর ট্রাস্ট নামে জনকল্যাণে দান করে যান। তার ঢাকার বাড়িতেই আজ বাংলাদেশ মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার দুর্নীতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের : অধ্যাপক ইউনূস ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা? সীমান্তে বিএসএফের বিশেষ সতর্কতা জারি পরিস্থিতি থমথমে সবজির বাজার নিয়ন্ত্রণে, ঊর্ধ্বমুখী চাল-মুরগির দাম মাওনায় গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা মাটিতে পড়েছিলেন আমিনুল পশ্চিমতীরে হামলা বাড়ানোর হুমকি ইসরাইলের লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে : ডা: শফিকুর রহমান বহিরাগত শ্রমিকদের তাণ্ডবে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার গার্মেন্টের চীনা নাগরিকরা গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি : আসিফ নজরুল

সকল