২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

এশিয়ান ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন ২৭ ফেব্রুয়ারি

-

উচ্চশিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ২৭ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।
এর আগে ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়টির ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়। এই সমাবর্তনকে সামনে রেখে ইতোমধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। সপ্তম সমাবর্তনে যারা অংশগ্রহণ করতে পারবেন
সামার ২০১৭ সেমিস্টার থেকে ফল ২০২৪ সেমিস্টারের মধ্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্নকারী সব ছাত্রছাত্রী।
রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, যে সব ছাত্রছাত্রী সামার ২০১৭ সেমিস্টার থেকে ফল ২০২৪ সেমিস্টারের মধ্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন এবং (১) ফুলট্রান্সক্রিপ্ট উত্তোলন করেছেন এই সব ছাত্রছাত্রী নিজ নিজ স্টুডেন্ট পোর্টালে লগইন করে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন কিন্তু (২) ফুলট্রান্সক্রিপ্ট উত্তোলন করেননি যেসব ছাত্রছাত্রী তাদের যাবতীয় বকেয়া (যদি থাকে) পরিশোধ করে ফুল ট্রান্সক্রিপ্ট উত্তোলনের পরে স্টুডেন্ট পোর্টালে লগইন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় ছাত্রছাত্রীকে তাদের সচল মোবাইল নাম্বার এবং ইমেইলএড্রেস প্রদান করতে হবে।

একটি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে। কোনো অবস্থাতেই ছবির সাইজ ২ এমবির বেশি হওয়া যাবে না এবং অবশ্যই জেপিইজি অথবা জেপিইজি ফরম্যাটে হতে হবে। কনভোকেশন রেজিস্ট্রেশন ফি ৭,০০০ টাকা (সার্টিফিকেট ফিসহ) গাউন জামানত ১০০০ টাকা (ফেরতযোগ্য) মোট ৮,০০০ টাকা। গেস্ট ফি (সর্বোচ্চ দুইজন, প্রাপ্তবয়স্ক ) : জনপ্রতি ২,০০০ টাকা। এতে আরো বলা হয়, প্রদত্ত ব্যাংক অ্যাকাউন্টে ফি প্রদান করে পেমেন্ট রিসিপ্ট আপলোড করতে হবে। ব্যাংকের নাম আল-আরাফাহ ইসলামী ব্যাংক, টঙ্গী শাখা, ঢাকা। অষ-অৎধভধযওংষধসর ইধহশ চখঈ, ঞড়হমর ইৎধহপয, উযধশধ. অ্যাকাউন্টের নাম অটই ঈঙঘঠঙঈঅঞওঙঘ, অ্যাকাউন্ট নাম্বার ১৩১১১২০০১৮৭৬৩. এ দিকে ৭ম কনভোকেশনকে সামনে রেখে এইউবিতে চলছে নানান আয়োজনের ব্যাপক প্রস্তুতি। এ বিষয়ে এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মদ জাফর সাদেক বলেন, গত কনভোকেশন হয়েছিল ২০১৭ সালের মাঝখানে ফ্যাসিস্ট সরকারের অসহযোগিতার কারণে কনভোকেশন আয়োজন করতে পারেনি এইউবি। ২০২৫ এর কনভোকেশনের মাধ্যমে এশিয়ান ইউনিভার্সিটি এগিয়ে যাবে তার স্বমহিমায়। বিগত সময়ে এ দেশকে উপহার দেবে সৎ, দক্ষ, যোগ্য ও নৈতিকতাসম্পন্ন গ্রথ্যাজুয়েট।
কনভোকেশনকে সফল করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী, ফ্যাকাল্টিজ, কর্মকর্তা-কর্মচারীদের উদাত্ত আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমিরিটাস প্রফেসর ড. শাহজাহান খান।

 


আরো সংবাদ



premium cement
মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার দুর্নীতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের : অধ্যাপক ইউনূস ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা? সীমান্তে বিএসএফের বিশেষ সতর্কতা জারি পরিস্থিতি থমথমে সবজির বাজার নিয়ন্ত্রণে, ঊর্ধ্বমুখী চাল-মুরগির দাম মাওনায় গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা মাটিতে পড়েছিলেন আমিনুল পশ্চিমতীরে হামলা বাড়ানোর হুমকি ইসরাইলের লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে : ডা: শফিকুর রহমান বহিরাগত শ্রমিকদের তাণ্ডবে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার গার্মেন্টের চীনা নাগরিকরা গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি : আসিফ নজরুল

সকল