২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

১৬ বছর পর আপিল আবেদনের অনুমতি পেল চ্যানেল ওয়ান

-

বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ওয়ান’ বন্ধ করে দেয়া নোটিশ বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিলের অনুমোদন দিয়েছেন চেম্বার কোর্ট। ফলে বন্ধ করে দেয়া চ্যানেলটি আবার চালু করার উদ্যোগ নিতে দায়ের করা মামলাটি সচল হচ্ছে। দীর্ঘ ১৬ বছর পর আপিল দায়েরের অনুমতি পেয়েছে বন্ধ হয়ে যাওয়া টেলিভিশন চ্যানেলটি।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি মো: রেজাউল হক বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতে চ্যানেল ওয়ানের পক্ষে ছিলেন, সিনিয়র অ্যাডভোকেট মো: রুহুল কুদ্দুস কাজল, পলাশ চন্দ্র রায়, কাজী আখতার হোসেন, মোহাম্মদ মাসুম বিল্লাহ, ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ ও মোহাম্মদ মাসুম বিল্লাহ।
২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে তৎকালীন আওয়ামী লীগ সরকার চ্যানেলটির ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করে দেয়। বিটিআরসির কর্মকর্তারা চ্যানেলটির গুলশান অফিসে গিয়ে এটির সম্প্রচার বন্ধ করে দেন। চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ায় সেখানে কর্মরত ৪০০ সাংবাদিক, কর্মচারী ও কলাকুশলী বেকার হয়ে পড়েন। ওই সময় রাজনৈতিক ও প্রতিহিংসাবশত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিটিআরসিকে বাধ্য করে এই গণমাধ্যমের সম্প্রচারে হস্তক্ষেপ করার অভিযোগ এনে চ্যানেল কর্তৃপক্ষ এ বিষয়ে হাইকোর্টে রিট পিটিশন করে। তবে পিটিশনটি খারিজ করে দেয়া হয়।
চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন বলেন, অন্যায়ভাবে চ্যানেল ওয়ান বন্ধ করে দেয়া হয়েছিল।
চ্যানেল ওয়ানের লিগ্যাল অফিসার মিজান-উল হক বলেন, দীর্ঘ ১৬ বছর পর আবারো চ্যানেল ওয়ান দর্শকদের সামনে আসবে এমন প্রত্যাশা তৈরি হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চ্যানেল ওয়ান বন্ধ করে নোটিশ দিয়েছিলেন। ওই নোটিশ চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়। ওই রিটের শুনানি নিয়ে রিটটি খারিজ করে দেয়া হয়। সেই সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, অনুমতি না নিয়ে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ আমদানি করা সম্প্রচার যন্ত্রপাতি বিক্রি করেছে। আর সেজন্য চ্যানেলটি বন্ধ করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার দুর্নীতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের : অধ্যাপক ইউনূস ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা? সীমান্তে বিএসএফের বিশেষ সতর্কতা জারি পরিস্থিতি থমথমে সবজির বাজার নিয়ন্ত্রণে, ঊর্ধ্বমুখী চাল-মুরগির দাম মাওনায় গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা মাটিতে পড়েছিলেন আমিনুল পশ্চিমতীরে হামলা বাড়ানোর হুমকি ইসরাইলের লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে : ডা: শফিকুর রহমান বহিরাগত শ্রমিকদের তাণ্ডবে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার গার্মেন্টের চীনা নাগরিকরা গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি : আসিফ নজরুল

সকল