২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে হাসিনা ভূত এখনো সরেনি

প্যাড খামে হাসিনার বাণী ব্যবহার
-

প্রায় ছয় মাস আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে দেশের দায়িত্ব নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে সরেছে শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। বাতিল হয়েছে বঙ্গবন্ধুর ছবি এবং শেখ হাসিনার বাণীসংবলিত স্লোগান। তার পরও স্বপ্রণোদিত হয়ে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ কালাচাঁদ শীল দাফতরিক কাগজপত্রে শেখ হাসিনার স্লোগানসংবলিত লোগো ব্যবহার অব্যাহত রেখেছেন। এ নিয়ে নয়া দিগন্ত অনলাইনসহ স্থানীয় কয়েকটি গণমাধ্যমে সংবাদ হওয়ার পর ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে।

এ দিকে এ নিয়ে গণ-অভ্যুত্থান মঞ্চের পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়েছে। তাদের দাবিÑ অধ্যক্ষ কালাচাঁদ শীলের কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত স্থায়ী বহিষ্কার করা; শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক পক্ষপাতমূলক কর্মকাণ্ড বন্ধে একটি স্থায়ী ও কার্যকর নীতিমালা প্রণয়ন এবং শিক্ষা ক্ষেত্রে রাজনৈতিক স্লোগান বা প্রতীক ব্যবহারের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা।
কলেজটির দাফতরিক বিভিন্ন কাগজপত্র ঘেঁটে ও যাচাই করে দেখা গেছে, অধ্যক্ষের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি, একাধিক ডিজাইন ও সাইজের খামে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখাসংবলিত লোগো ব্যবহার করা হয়েছে। কলেজের অধ্যক্ষ কালাচাঁদ শীল স্বাক্ষরিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভিন্ন খাতে নির্ধারিত হারে বেতন ও সেশনচার্জ পরিশোধসংক্রান্ত বিজ্ঞপ্তিতে এই স্লোগান ব্যবহার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ স্বাক্ষর করেছেন গত ৪ সেপ্টেম্বর। ডিসেম্বরের দিকে টেস্ট পরীক্ষার খাতাতেও রয়েছে শেখ হাসিনার প্রশংসাসংবলিত লোগো।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, গত ৫ আগস্টের পর এই লোগোসংবলিত খাম নজরে এসেছে। আমরা ধারণা করছি ৫ আগস্টের পরই খামগুলো ছাপা হয়েছে। বিষয়টি কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ ছাড়া বিজ্ঞপ্তিতেও ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখাসংবলিত লোগো ব্যবহার করা হয়েছে।

পুলিশ প্রশাসন থেকে বিভিন্ন সচিবালয় ও মন্ত্রণালয়ে রয়েছে অধ্যক্ষের নিবিড় সম্পর্ক; যার কারণে বহু শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এ বিষয়ে আপত্তি জানানোর পরও উল্টো সেসব কাগজ ব্যবহার করতে নির্দেশ দেন তিনি। তার বেপরোয়া আচরণ ও কূটকৌশলের কারণে অনেকেই অধ্যক্ষের অন্যায় কর্মের বিরুদ্ধাচরণ করতে ভয় পান বলে জানান তারা।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ আবদুল্লাহ বলেন, বিষয়টি আমাদের চোখে পড়ার পর আমরা প্রিন্সিপালকে সতর্ক করেছিলাম। কিন্তু তার পর এখনো একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীসহ অনেকের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে। নতুন বাংলাদেশে এ ধরনের ঘটনা আমরা মেনে নেবো না। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দলমত নির্বিশেষে আবারো মাঠে নামব।
এ ব্যাপারে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. মেহেরুন্নেসা ও ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান তৌহিদুল হক বলেন, একটি গণ-অভ্যুত্থানের পর যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের পলিসির সাথে এমন ঘটনা বেমানান। অবশ্যই এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া প্রয়োজন।
জানতে চাইলে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ কালাচাঁদ শীল বলেন, এর রকম হয়ে থাকলে আমি দুঃখিত। এটি ভুলবশত হয়ে থাকতে পারে।


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে পর্যটকবাহী বাস খাদে, নিহত ১ ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট গুলি কেনো, আর কোন শব্দেই ঘুম ভাঙ্গেনি শহীদ রিয়াজের চুয়াডাঙ্গায় সূর্যের দেখা নেই, আবারো শৈত্যপ্রবাহের আভাস ভারতের জন্য ট্রাম্প ২.০, কতটা আশা-আশঙ্কার? ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ সাময়িকভাবে স্থগিত মাগুরায় থ্রি হুইলার-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত ফ্যাসিবাদী শক্তি কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চেয়েছিল : শাহজাহান সপ্তাহ ব্যবধানে সূচক বাড়লেও ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংকখাত ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকিতে নতুন কিছু নেই : রাশিয়া ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

সকল