২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

পাকুন্দিয়ায় জাইকার প্রকল্প পরিদর্শন হিসাই তাকাহাশির

-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) নবিদেব প্রকল্পের বাস্তবায়িত বিভিন্ন কাজ পরিদর্শন করেছেন জাইকার পরিদর্শক হিসাই তাকাহাশি।
বৃহস্পতিবার পাকুন্দিয়া পৌরসভা এবং স্থানীয় সরকার প্রকৌশলীর অধিদফতরের বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে তিনি বিভিন্ন প্রকল্প নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নবিদেব প্রকল্পের বাংলাদেশের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ শাহরিয়ার, পাকুন্দিয়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মো: মামুন সরকার, পাকুন্দিয়া উপজেলা প্রকৌশলী মো: যুবায়েত হোসেন পাকুন্দিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী মো: নাজমুল জিসান, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, পৌর উপসহকারী প্রকৌশলী মো: মহসিন হোসাইন প্রমুখ।

প্রসঙ্গত জাইকার এই পরিদর্শক বাংলাদেশের বিভিন্ন জেলায় জাইকার বাস্তবায়িত নানান প্রকল্প পরিদর্শন করতে গত ১৪ জানুয়ারি এক মাসের জন্য বাংলাদেশ সফরে আসেন।
জানা যায়, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বাংলাদেশে বিভিন্ন খাতে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাইকা মূলত বাংলাদেশ সরকারের সাথে মিলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে থাকে। জাইকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন, বন্দরগুলোর উন্নয়ন, সড়ক ও সেতু নির্মাণ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

 


আরো সংবাদ



premium cement