ফ্লোরিডায় ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে ২৬-২৭ এপ্রিল
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৪ জানুয়ারি ২০২৫, ০০:২৮
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আগামী ২৬ থেকে ২৭ এপ্রিল ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আয়োজকরা জানান, এবারের এ অনুষ্ঠান হবে ট্যাম্পা হাইটস ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে।
এই গ্লোবাল ইভেন্টের মূল লক্ষ্য হলো বৈশ্বিক সংস্কৃতির বিনিময়, ব্যবসায়িক কমিউনিটি শক্তিশালী করা এবং ভ্রমণ ও বাণিজ্য খাতকে আরো সহজ ও বন্ধুত্বপূর্ণ করে তোলা। অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ আইএনসি এর আগে সফলভাবে চারটি ইভেন্টের আয়োজন করেছে। প্রথম ওয়ার্ল্ড ফেয়ার অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের জুনে, দ্বিতীয় ইভেন্টটি ২০২৩ সালের ৬ আগস্ট, তৃতীয় ইভেন্টটি একই বছরের ২৫-২৬ নভেম্বর এবং সর্বশেষ চতুর্থ ইভেন্টটি গত বছর ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, এবারের ইভেন্ট আরো বড় পরিসরে আয়োজন করা হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্লোরিডার বর্তমান স্টেট রিপ্রেজেনটেটিভ সুসান এল ভালডাস এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রাক্তন স্টেট রিপ্রেজেনটেটিভ ডেইজি মোরাল। ইভেন্টে প্রায় ৩০টি দেশের প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ থেকে এফবিসিসিআই’র একটি প্রতিনিধি দল যোগ দেবে। তারা বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরবে এবং বৈশ্বিক বাণিজ্যের সাথে সংযোগ স্থাপনে কাজ করবে। এ ছাড়াও, বাংলাদেশ কনসোলেট জেনারেল অব মিয়ামি ইভেন্টে ভিসা ও ভিসা-সংক্রান্ত অন্যান্য সেবা প্রদান করবে।
এই ইভেন্টের অন্যতম আকর্ষণ হবে এর সাংস্কৃতিক পরিবেশনা। এবারের অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন মোজেজা আশরাফ মোনালিসা। বিশেষ আকর্ষণ হিসেবে জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী উপস্থিত থাকবেন। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন গায়ক প্রতীক হাসান, রেশমি মির্জা, শারমিন সিরাজ এবং সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় মুখ মেহজাবিন মেহা, সেলিম ইব্রাহিম, ড. মোহাম্মদ কামরুল ইসলাম। ইভেন্টের থিম সং রচনা ও সুর করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ এবং গানটি গেয়েছেন ইমরান।
মেলা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য দৃষ্টিনন্দন ডিনার ক্রজের আয়োজন করা হয়েছে। ইভেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আরটিভি এবং বায়ান্ন টিভি, আর ট্যুর পার্টনার হিসেবে থাকবে হ্যাভেন ট্যুরস অ্যান্ড রিসোর্ট লিমিটেড।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা