নারায়ণগঞ্জ শহরজুড়ে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ২৪ জানুয়ারি ২০২৫, ০০:২৭
নারায়ণগঞ্জ শহরজুড়ে দেয়ালে দেয়াল সাঁটানো হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টার। রাতের আঁধারে শহরের সরকারি তোলারাম কলেজে বাইরে দেয়ালগুলোতে, চাষাঢ়া বিভিন্ন স্থান, সরকারি মহিলা কলেজের সামনে, এমনকি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে সাঁটানো হয়েছে এসব পোস্টার। বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ পায়।
হঠাৎ করে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন আবির্ভাবের খবরে ক্ষুব্ধ নারায়ণগঞ্জ মানুষ। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনর সংগঠকরা।
ক্ষুব্ধ নারায়ণগঞ্জ লোকজন বলছেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তাদের দোসররা ঘাপটি মেরে আছে।
সুযোগ বুঝে তারা উপস্থিত জানান দিচ্ছে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহসভাপতি ও বর্তমানে সভাপতি প্রার্থী আতা ই রাব্বী চৌধুরী বৃহস্পতিবার দুপুরে নয়া দিগন্তকে জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ রাতের আঁধারে পোস্টার টানানোর মাধ্যমে জানান দিচ্ছে এটি তারাই করবে, কারণ তারা রাতের আঁধারে ভোট চুরি করে। এখন দিনে পালিয়ে থাকে রাতে উপস্থিত জানান দেয়।
তিনি আরো বলেন, ছাত্রলীগের জুলুম নির্যাতন মানুষ কখনো ভুলবে না। তারা সক্রিয় হওয়ার চেষ্টা করলে মানুষ রুখে দাঁড়াবে।
ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ মহানগর সাবেক সভাপতি আবদুল মোমিন নয়া দিগন্তকে জানান, নিষিদ্ধ ছাত্রলীগের রাতের আঁধারে শহরে পোস্টার টানানোর মাধ্যমে জানান দেয়া সুযোগ পেয়েছে প্রশাসনের দুর্বলতার কারণে। আমি মনে করি এখনো ফ্যাসিবাদের দোসররা প্রশাসন বিভিন্ন স্থানে ঘাপটি মেরে আছে। তাদের চিহ্নিত করা দরকার। বিগত সময়ে আমরা বাড়িতে ঘুমাতে পারিনি, অথচ নিষিদ্ধ ছাত্রলীগ এখম রাতের অন্ধকারে নিজেদের উপস্থিতি জানান দেয়Ñ এটি প্রশাসনের ব্যর্থতা।
নারায়ণগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, যেসব জায়গায় পোস্টার লাগানো হয়েছে এগুলো পাবলিক জায়গা। এসব জায়গায় কিভাবে পোস্টার লাগানো হয়Ñ এর জবাব আমরা ডিসি ও এসপির কাছে জানতে চাই। যাদের শাসনামলে মানুষ ন্যায্য দাবির পোস্টার লাগাতে পারেনি, সেই খুনিরা এখন কিভাবে পোস্টার লাগায়, জেলা প্রশাসককে জবাব দিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে এদের আইনের আওতায় আনতে হবে। নয়তো আপনাদের ছাত্রদের ও ছাত্র সংগঠনের
মুখোমুখি দাঁড়াতে হবে। আমরা ঘেরাও করব এবং জবাবদিহিতা চাইব। নারায়গঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তাসনিম আক্তার জানান, কারা পোস্টার টানিয়েছে খোঁজখবর নেয়া হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা