২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

ভাসানী পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ১ ফেব্রুয়ারি

-

মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন রাজধানীর ২২/১, তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সাংগঠনিক অধিবেশন (শুধু সদস্যদের জন্য) এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন (সবার জন্য উন্মুক্ত)।
এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতিতে ভাসানী পরিষদের এ সম্মেলন সব ধরনের শোষণ-নিপীড়নের বিরুদ্ধে সাহসী ও নৈতিক অবস্থান গ্রহণে আমাদের অনুপ্রাণিত করবে।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জাতীয় স্বাধীনতা অর্জিত হলেও কাক্সিক্ষত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি।
শ্রমিক-কৃষক সহসাধারণ মানুষ শোষণ-বৈষম্য থেকে মুক্তি পায়নি। গত ৫৩ বছরে রাষ্ট্রক্ষমতায় ব্যক্তি অদলবদল হলেও, শোষণ ও বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা বদল
হয়নি।
যারা রাষ্ট্রক্ষমতায় আসীন হয়েছে, তারা কেউ-ই শোষিত মানুষের প্রতিনিধি নয়।
সবাই বাঙালি ধনিকশ্রেণীর প্রতিনিধি। ধনিকশ্রেণীর শোষণ ও লুটপাটের স্বার্থে তারা জনগণের ওপর স্বৈরাচারী-ফ্যাসিবাদী শাসন চাপিয়ে দিয়েছে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement