খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি হাসান হাফিজ
- নেত্রকোনা প্রতিনিধি
- ২৪ জানুয়ারি ২০২৫, ০০:২৭
বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য এ বছর ২৮তম খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি হাসান হাফিজ। আগামী ১৪ ফেব্রুয়ারি নেত্রকোনা শহরের মোক্তারপাড়ার বকুলতলায় ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসবে তাকে এ সম্মাননা দেয়া হবে। গত বুধবার নেত্রকোনা সাহিত্য সমাজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। হাসান হাফিজ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক।
সংবাদ সম্মেলনে সাহিত্য সমাজের সভাপতি ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী, কবি এনামূল হক পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন। কিবরিয়া চৌধুরী বলেন, হাসান হাফিজ বাংলাদেশের অন্যতম প্রধান কবি ও প্রবীণ সাংবাদিক। তিনি সাহিত্য ও সাংবাদিকতা বিষয়ে অনেক বই লিখেছেন। তার মৌলিক সম্পাদিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। এর মধ্যে কাব্যগ্রন্থ ৬০টি। বাংলা কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নেত্রকোনা সাহিত্য সমাজ এ বছর তাকে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা