কিডস ক্রিয়েশন টিভিতে শিশুদের কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’
- ২৪ জানুয়ারি ২০২৫, ০০:২৭
পবিত্র মাহে রমাদান উপলক্ষে কিডস ক্রিয়েশন টিভিতে প্রদর্শিত হবে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস সিজন-২। সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা দেড় শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে এই প্রতিযোগিতায়। ১০ জানুয়ারি রাজধানী ঢাকার গুলশানস্থ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় ঢাকা অঞ্চলের সিলেকশন রাউন্ড। এর উদ্বোধন করেন কিডস ক্রিয়েশন টিভির সিইও বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদ।
১২ ও ১৩ জানুয়ারি সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয় অনলাইনের মাধ্যমে। বাছাই পর্বে গেস্ট হিসেবে ছিলেন ড. মোস্তফা মনোয়ার, কবি নাঈম আল ইসলাম মাহিন। সহযোগিতায় ছিলেন অনুষ্ঠান উপপ্রধান আহসান হাবিব খান, শিল্পী মিরাদুল মুনীম, ইউনুস ফারাবী, মিজানুর রহমান ও হাদিসুর রহমান।
আগামী ২৬ জানুয়ারি শুরু হচ্ছে টেলিভিশন রাউন্ডের শুটিং। পরিচালনায় হাবিবুল্লাহ শিকদার।
আকিজ প্লাস্টিকস নিবেদিত অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হবে পবিত্র মাহে রমাদানে প্রতিদিন বিকেল ৪টা ৩০ মিনিটে জিটিভি ও কিডস ক্রিয়েশন টিভিতে।
অনুষ্ঠানটির পাওয়ার্ড বাই-ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও আমান সিম। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা