জনগণ আর কোনো অপশক্তিকে মেনে নেবে না : নূরুল ইসলাম বুলবুল
- নিজস্ব প্রতিবেদক
- ২৪ জানুয়ারি ২০২৫, ০০:২৭
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জাতির কল্যাণে যুবকদের সৎ, দক্ষ ও নৈতিকাসম্পন্ন হিসেবে গড়ে উঠতে হবে। বাংলাদেশকে বিশে^ মাথা উঁচু করে দাঁড়াতে যুবসমাজই সবচেয়ে বড় নিয়ামক শক্তি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখতে যুবকেরাই মুখ্য শক্তি। সে কাজে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড/ইউনিয়ন যুব প্রতিনিধিরা হবেন প্রথম সারির ব্যক্তি। প্রতিটি পাড়ায় পাড়ায় যুব ইউনিট গঠন করে আমরা জনগণের পাশে থাকব। প্রতিটি পরিবারের যুবকরা হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একেকটি শক্তিমান যুবক। বাংলাদেশে চেপে বসা একটি রাষ্ট্রীয় শক্তিকে পরাজিত করে ছাত্র-জনতা দেশবাসীকে মুক্ত করেছে। এখানে আর কোনো অপশক্তিকে জনগণ মেনে নেবে না। জামায়াতে ইসলামীর যুবকরা যেখানেই মানবতা ক্ষতিগ্রস্ত, মুসিবত, দুর্যোগ, সমস্যায় পড়ে সেখানে সবার আগে ছুটে যায়। অগ্নিকাণ্ড, জনদুর্ভোগসহ মানুষের যেকোনো প্রয়োজনে আমরা পাশে ছিলাম, আছি থাকব।
গতকাল জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও উপজেলা ওয়ার্ড ও ইউনিয়ন যুব প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবু জার গিফারী, চাঁপাইনবাবগঞ্জ সদর আমির হাফেজ আব্দুল আলিম, পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলার যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট মাসুদ রানা, পৌর যুব বিভাগের সভাপতি আবু তালেবসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতারা।
রাজধানীতে সুবিধাবঞ্চিত স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান : রাজধানীতে সুবিধাবঞ্চিত স্কুল শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়ে প্রধান অতিথি’র বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন বলেছেন, বাংলাদেশের প্রতিটি সুবিধাবঞ্চিত শিশুকে আমরা দেশের সত্যিকার সুশিক্ষিত নাগরিক ও দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে চাই। একটি শ্রেণী নগরীতে উচ্চ মানসম্মত শিক্ষায় এগিয়ে যাবে আর অন্যটি অসহায় দরিদ্র নি¤œ শিক্ষায় পিছিয়ে থাকবে এই বৈষম্য আমরা চাই না।
গতকাল রাজধানীর ডেমরা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে রাজধানীর সুবিধা বঞ্চিত স্কুল শিক্ষার্থীদের মাঝে বই, খাতা, কলম, স্কুল ব্যাগ ও নানা শিক্ষা উপকরণ উপহার প্রদানে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও ডেমরা জোন সহকারী পরিচালক ও ডেমরা মধ্য থানার আমির মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ বিভাগের পরিচালক শাহীন আহমেদ খান। আরো উপস্থিত ছিলেন মাওলানা ফরহাদ হোসেন, গিয়াস উদ্দিন, ডা: মোহাম্মদ মোশারফ, রহমত উল্লাহ, মো: নাসির উদ্দিন, মো: ইসমাইল হোসেন প্রমুখ। নতুন বই উৎসবে এ সময়ে সেখানে শতাধিক শিক্ষার্থীর হাতে বই, খাতা, কলম ও স্কুল ব্যাগ উপহার হিসেবে তুলে দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা