২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

পোশাক শিল্পের বন্ড সংশ্লিষ্ট কার্যক্রমে দ্রুত সেবা দেয়ার আশ্বাস কমিশনারের

চট্টগ্রাম বন্ড কমিশনারের সাথে বিজিএমইএ নেতাদের মতবিনিময়
-

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনের সাথে মতবিনিময় করেছেন বিজিএমইএ নেতারা। মঙ্গলবার বিকেলে বিজিএমইএ সহায়ক কমিটির সদস্য এমডি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে তারা এই মতবিনিময় করেন।
এ সময় বিজিএমইএ সাবেক প্রথম সহ-সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী ও সৈয়দ নজরুল ইসলাম, সাবেক পরিচালক এ এম মাহাবুব চৌধুরী, হাসানুজ্জামান চৌধুরী, মোহাম্মদ মুসা, অঞ্জন শেখর দাশ, সাইফ উল্লাহ মনসুর, এ এম শফিউল করিম (খোকন), বিজিএমইএর সদস্যসহ কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বন্ড কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন বলেন, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও বিপুলসংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চট্টগ্রাম অঞ্চলে পোশাক শিল্পসহ অন্যান্য শিল্প স্থাপন ও কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বন্ড কমিশনারেট সচেষ্ট রয়েছে। পোশাক শিল্পের বন্ড সংশ্লিষ্ট কার্যক্রমে বিদ্যমান জটিলতা নিরসন করে দ্রুততার সাথে কার্যক্রম সম্পাদন করা হবে। বন্ড ও বিজিএমইএর মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে যেকোনো উদ্ভূত সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সম্পাদন করা হবে। একই সাথে বন্ড কার্যক্রম সহজীকরণ করে রফতানির লক্ষ্যমাত্রা অর্জনে সার্বিক সহযোগিতা দেয়া হবে।


আরো সংবাদ



premium cement