পোশাক শিল্পের বন্ড সংশ্লিষ্ট কার্যক্রমে দ্রুত সেবা দেয়ার আশ্বাস কমিশনারের
চট্টগ্রাম বন্ড কমিশনারের সাথে বিজিএমইএ নেতাদের মতবিনিময়- চট্টগ্রাম ব্যুরো
- ২৩ জানুয়ারি ২০২৫, ০০:৫০
চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনের সাথে মতবিনিময় করেছেন বিজিএমইএ নেতারা। মঙ্গলবার বিকেলে বিজিএমইএ সহায়ক কমিটির সদস্য এমডি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে তারা এই মতবিনিময় করেন।
এ সময় বিজিএমইএ সাবেক প্রথম সহ-সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী ও সৈয়দ নজরুল ইসলাম, সাবেক পরিচালক এ এম মাহাবুব চৌধুরী, হাসানুজ্জামান চৌধুরী, মোহাম্মদ মুসা, অঞ্জন শেখর দাশ, সাইফ উল্লাহ মনসুর, এ এম শফিউল করিম (খোকন), বিজিএমইএর সদস্যসহ কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বন্ড কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন বলেন, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও বিপুলসংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চট্টগ্রাম অঞ্চলে পোশাক শিল্পসহ অন্যান্য শিল্প স্থাপন ও কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বন্ড কমিশনারেট সচেষ্ট রয়েছে। পোশাক শিল্পের বন্ড সংশ্লিষ্ট কার্যক্রমে বিদ্যমান জটিলতা নিরসন করে দ্রুততার সাথে কার্যক্রম সম্পাদন করা হবে। বন্ড ও বিজিএমইএর মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে যেকোনো উদ্ভূত সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সম্পাদন করা হবে। একই সাথে বন্ড কার্যক্রম সহজীকরণ করে রফতানির লক্ষ্যমাত্রা অর্জনে সার্বিক সহযোগিতা দেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা