২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

জনমনে স্বস্তি আনতে ভালো কাজ করেছে র‌্যাব : নুরুল কবীর

-

দ্য নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর বলেছেন, র‌্যাব আগে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষা ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে অনেক ভালো কাজ করেছে। জনমনে আতঙ্ক দূর করে আস্থার জায়গায় পৌঁছাতে হলে শুধু বাহ্যিক কাঠামোতে নয়, কর্মকর্তাদের মননশীলতায় মানবিকতার চর্চা, আইনের প্রতি শ্রদ্ধাশীল ও জনগণের কাছে দায়বদ্ধতাকে লালন করতে হবে। গতকাল র‌্যাব হেডকোয়ার্টার্সের এলিট হলে ‘নাগরিক, মিডিয়ার চোখে র‌্যাব ও জনপ্রত্যাশা এবং করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে র‌্যাব কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বিভিন্ন বিষয়ে করণীয় ও বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন, যা র‌্যাব ফোর্সেসের দৈনন্দিন কার্যাবলির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।
মতবিনিময় অনুষ্ঠানে বলা হয়, র‌্যাব সদস্যরা দায়িত্ব পালনকালীন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় র‌্যাব সদস্যদের ক্যাপাসিটি বিল্ডিং/সক্ষমতা বৃদ্ধি, কৌশলগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
এ ছাড়াও র‌্যাবের সব পর্যায়ের সদস্যদের জন্য আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ পদ্ধতিও প্রণয়ন করছে। পাশাপাশি তাদের মানবাধিকার বিষয়ে সংবেদনশীল হয়ে কার্যক্রম পরিচালনা করতে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বনামধন্য সংস্থার মাধ্যমে তাদের মানবাধিকার এবং জনপ্রত্যাশা পূরণে করণীয় বিষয়ে আধুনিক প্রশিক্ষণ দেয়ার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, ডাকাতি, ছিনতাইকারী ও অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আটক করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র‌্যাব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক এবং অতিরিক্ত মহাপরিচালকরা, র‌্যাব সদর দফতরের সব পরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকাস্থ ব্যাটালিয়নের অধিনায়ক এবং কর্মকর্তাসহ ৬০ জনের বেশি কর্মকর্তা। এ ছাড়াও ভিটিসির মাধ্যমে র‌্যাবের ব্যাটালিয়নগুলোর সব কর্মকর্তা উক্ত মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন।


আরো সংবাদ



premium cement
শীতে কাহিল নীলফামারীর জনজীবন লস অ্যাঞ্জেলেসের উত্তরে পাহাড়ি এলাকায় নতুন দাবানল ছড়িয়ে পড়ছে পান্থপথের বহুতল ভবনের আগুন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি আজ থাইল্যান্ডের ই-ভিসা জটিলতায় বাংলাদেশীরা মানিকগঞ্জে ছাত্রদের উপর প্রকাশ্যে সশস্ত্র হামলার নেতা আব্দুর রাজ্জাক গ্রেফতার নোবিপ্রবিতে বিকন অব ব্রিলিয়্যান্স আয়োজন করছে ছাত্রশিবির জাতীয় স্বার্থের উপর জোর দেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি : রুবিও অভিষেক ঝড়ে পাত্তাই পেল না ইংল্যান্ড শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে রিয়ালের বড় জয় ড. ইউনূস পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চান

সকল