চাঁদাবাজি, দখলদারত্ব নিরাপত্তাহীনতা নিত্যসঙ্গী : সিপিবি
- নিজস্ব প্রতিবেদক
- ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
বিগত আওয়ামী লীগ শাসনামলের অন্যায়-অব্যবস্থাপনা দূর হয়নি বরং অনেক ক্ষেত্রে তা বেড়ে চলেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন। দুর্নীতি ও ঘুষের পরিমাণ বেড়েছে অভিযোগ করে তিনি বলেন, চাঁদাবাজি, দখলদারত্ব, নিরাপত্তাহীনতা নিত্যসঙ্গী হয়ে চলছে।
দেশব্যাপী ‘গণতন্ত্র অভিযাত্রা’র প্রথম দিনে গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে বাহাদুর শাহ্ পার্ক পর্যন্ত পদযাত্রা ও গণসংযোগ করে সিপিবি। এই কর্মসূচিতে অংশ নিয়ে রুহিন হোসেন এসব কথা বলেন।
ক্ষমতার দাপটের কারণে গণ-অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হতে চলেছে বলে মন্তব্য করেছেন সিপিবি’র সাধারণ সম্পাদক। রুহিন হোসেন বলেন, সাম্প্রদায়িক অপশক্তির দাপট বেড়ে চলেছে। মানুষের গণতন্ত্রের আকাক্সক্ষা বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। এই অবস্থার অবসান ঘটাতে দ্রুত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
অন্তর্বর্তী সরকার নির্বাচনের কথা শুনলেই নানা ধরনের ‘যুক্তি-কুযুক্তি’ হাজির করছে বলে মন্তব্য করেন রুহিন হোসেন। সংস্কারপ্রক্রিয়া চলমান থাকবে উল্লেখ করে তিনি বলেন, তাই সংস্কারের কথা বলে নির্বাচনের কালবিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান তিনি।
সরকার বিভিন্ন নির্দেশনা জারি করে জনগণের কণ্ঠরোধ করতে চাইছে বলে অভিযোগ করেন রুহিন হোসেন। তিনি বলেন, সাংবাদিকদের অনেকেই চাকরিচ্যুত হচ্ছেন, ভয়ের রাজত্ব যেন পিছু ছাড়ছে না। এ অবস্থা চলতে দেয়া যায় না। সাধারণ মানুষকে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে ঐক্যবদ্ধ হতে হবে বলেও মনে করেন তিনি।
সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান রুহিন হোসেন।
গরিব-মধ্যবিত্তদের জন্য চালু থাকা টিসিবির ট্রাক সেল ও ৪৩ লাখ পরিবার কার্ড বাতিলের সমালোচনা করেন রুহিন হোসেন। তিনি বলেন, সরকার টাকা নেই বলে এসব বাতিল করল। অথচ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য মহার্ঘ ভাতা ও বেতন বাড়ানো, আর বিভিন্ন বাহিনীর পোশাক পরিবর্তনের নামে হাজার হাজার কোটি টাকা খরচ করার পরিকল্পনা গ্রহণ করছে সরকার।
ঋণখেলাপিদের টাকা আদায় না করে নানা ধরনের সুবিধা দেয়া হচ্ছে অভিযোগ করে রুহিন হোসেন বলেন, লুটেরা সিন্ডিকেট ভাঙার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
সিপিবির এই পদযাত্রা-গণসংযোগ কর্মসূচিতে দলটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সভাপতিমণ্ডলীর সদস্য শাহীন রহমান, কাফি রতন, অনিরুদ্ধ দাশ, সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ অংশ নেন। দেশের বিভিন্ন জেলা, উপজেলায় সিপিবির এই পদযাত্রা-গণসংযোগ চলছে।