ফ্যাসিবাদবিরোধী সবাইকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
- খুলনা ব্যুরো
- ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল খুলনা প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও দৈনিক সংগ্রামের সাবেক খুলনা করেসপন্ডেন্ট অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও অকার্যকর প্রমাণে পতিত ফ্যাসিস্ট দিল্লিতে বসে চক্রান্ত ও ষড়যন্ত্র করছেন। কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অকুতোভয় সূর্যসন্তানেরা এবং সব দেশপ্রেমিক ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তি সেসব চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে।
তিনি ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে বিভেদ ও অনৈক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি ইলেকশনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দায়িত্ব নিয়েছে। একটা নতুন বাংলাদেশ নির্মাণের অভিযাত্রায় এই সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। পতিত ফ্যাসিস্ট আবার ফিরে এসে জাতিকে ১৭ বছর আগের কালো যুগে ফিরিয়ে নিতে চায়। অনেক এজেন্সি তার সাথে যুক্ত হয়েছে। চারবার পাল্টা ক্যু করার অপচেষ্টা হয়েছে। জুুডিশিয়াল ক্যু, আনসারকাণ্ড, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান বিভিন্ন ধরনের সম্প্রদায়কে নিয়ে এখানে রাজনৈতিক ট্রাম্পকার্ড দেয়ার অপচেষ্টা করা হয়। এ দাবি, সে দাবি নিয়ে সরকারকে বিব্রতের চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা সফল হয়নি।
তিনি আরো বলেন, মাত্র পাঁচ মাসে একটা নতুন সরকার এত বড় কঠিন দায়িত্ব, এতগুলো চ্যালেঞ্জ ফেস করবেন, না সংস্কার করবেন, না রিফর্ম করবেন, না ইলেকশন করবেন, স্টেকহোল্ডারের সাথে মতবিনিময় করে একটা ন্যাশনাল ইউনিটি গড়ে তুলবেন? কী করবেন তারা? যারা এখন অন্তর্বর্তী অরাজনৈতিক সরকারে আছেন, কেউ তো জোর করে ক্ষমতা নেননি। প্রফেসর ড. ইউনূসকে ছাত্র-জনতা ডেকে নিয়ে এসেছে। তিনি তো এখনো বলেন, তাড়াতাড়ি দায়িত্ব পালন শেষ করে আামি আমার জায়গায় ফিরে যেতে চাই। অথচ শহীদ প্রায় দুই হাজার ছাত্র-জনতা এবং ৩০ হাজার আহত মানুষের ত্যাগ কি বৃথা হয়ে যাবে? সে জন্য আমরা সব রাজনৈতিক শক্তি ও নেতাদের আহবান জানাবো ফ্যাসিবাদ দমনের সংগ্রামে আমরা এক সাথে মিলেমিশে রাজপথে থেকেছি। বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর আলাদা আলাদা মতামত থাকতে পারে। কিন্তু পতিত স্বৈরচারকে স্পেস করে দেয়া, তাকে আবার রাজনীতি করার সুযোগ করে দেয়ার কোনো ইস্যু আমরা তৈরি করব না।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দৈনিক সংগ্রামের পথচলার সুদীর্ঘ ৫০ বছরের উত্থান পতন, ঘাত প্রতিঘাতের নানা ইতিবৃত্ত তুলে ধরে বলেন, পত্রিকাটি সংগ্রাম করেই বেঁচে আছে। সংগ্রামের সাথে যারা অতীতে ছিলেন, এখন আছেন এবং আগামী দিনে থাকবেন তাদের সবার জন্য শুভকামনা রইলো। এর আগে সকালে খুলনা প্রেস ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এরপর প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় দু’জনকে মরণোত্তরসহ ২৬ জনকে সম্মাননা দেয়া হয়। তাদের মধ্যে রয়েছেন খুলনা বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: রেজাউল করিম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ, খুলনা বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক, কেএমপি কমিশনার মো: জুলফিকার আলী হায়দার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, বাংলাদেশ পাবলিকেশন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান মো: মোবারক হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শহিদুল ইসলাম, খুলনা প্রেস ক্লাব আহ্বায়ক এনামুল হক, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো: আনিসুজ্জামান, খুলনা প্রেস ক্লাব সদস্যসচিব রফিউল ইসলাম টুটুল, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: মোহসীন আলী ফরাজী, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মো: আনছার উদ্দিন, খুলনা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মশিউজ্জামান খান, বিশিষ্ট ব্যবসায়ী মো: সালাহ উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিভাগের প্রতিনিধি মো: মিনহাজুল আবেদীন সম্পদ ও ২৪ গণ-অভ্যুত্থানে শহীদ সাকিব রায়হানের পিতা মো: আজিজুর রহমান।
এ ছাড়া দৈনিক সংগ্রামের খুলনা প্রতিনিধি হিসেবে যারা বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে মরণোত্তর সম্মাননা পান শেখ সেফারুল ইসলাম (১৯৭৯) ও শেখ বেলাল উদ্দিন (১৯৯০-২০০৫)। তাদের সম্মাননা গ্রহণ করেন শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দীনের মাতা বেগম মন্নুজাননেসা এবং মরহুম শেখ সেফারুল ইসলামের ছেলে শিবলি সাদিক। অপরদিকে সংগ্রামের সাবেক খুলনা করেসপন্ডেন্ট আব্দুল খালেক আজীজী (১৯৭৯-১৯৮৪), অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (১৯৮৪-১৯৮৫), অধ্যাপক শেখ রেজাউল হক (১৯৮৫-১৯৯০), এম শোয়ায়েব টিপু (১৯৮৭-১৯৮৯) সম্মাননা গ্রহণ করেন। দৈনিক সংগ্রামের খুলনা অফিস প্রধান আব্দুর রাজ্জাক রানার সভাপতিত্বে এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহসভাপতি মো: রাশিদুল ইসলাম, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, এমইউজে খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয় ও দৈনিক নয়া দিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো: এরশাদ আলী।
দোয়া ও মুনাজাত পরিচালনা করে প্রেস ক্লাবের ইমাম মাওলানা ইউসুফ আলী।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ পাবলিকেশন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান মো: মোবারক হোসাইন সবাইকে ধন্যবাদ ও সবাইকে সংগ্রামের সাথে থাকার আহবান জানান।
মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচার করতে হবে
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ইসলামী আদর্শের আলোকে সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন; দেশে সুশাসন প্রতিষ্ঠায় সংস্কারকার্যক্রম শেষ করে যৌক্তিক সময়ে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচার কার্য শেষ করতে হবে।
সোমবার সন্ধ্যায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১ নম্বর ধামালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বরুনা বাজার ঈদগাহ ময়দানে ইউনিয়ন অফিস উদ্বোধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বাংলাদেশ জামায়াত ইসলামী ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়ন শাখার আমির মাস্টার মোস্তাক আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাউসুল আযম হাদী, উপজেলা নায়েবে আমির গাজী সাইফুল্লাহ, ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মুখতার হুসাইন, উপজেলা সহকারী সেক্রেটারি বি এম আ: রশিদ, কর্মপরিষদ সদস্য বি এম আমান উল্লাহ, বি এম আলমগীর হুসাইন, মাওলানা মুজিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, কামরুজ্জামান, খোরশেদ আলম প্রমুখ।