২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

চকরিয়ায় সেনাকর্মকর্তা তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

-

চকরিয়ার ডুলাহাজারায় গভীর জঙ্গলে ডাকাত ধরতে যৌথবাহিনীর অভিযানে গিয়ে ডাকাতের উপর্যুপরি ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হন সেনাকর্মকর্তা লেফটেন্যান্ট মো: তানজিম ছারোয়ার নির্জন (২৩)। এ হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত রোববার চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী এ অভিযোগপত্র দাখিল করেন।
জানা যায়, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার চার মাসের মধ্যেই পুলিশ তদন্ত কার্যক্রম শেষ করে মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
চকরিয়া আদালতে কর্মরত পুলিশ পরিদর্শক জানান, এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে পুলিশ ১৮ জনের সম্পৃক্ততা পেয়েছেন। সে ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তন্মধ্যে অভিযোগপত্রে নাম থাকা ১২ আসামি ইতোমধ্যে গ্রেফতার হয়ে কারান্তরীণ রয়েছেন বলে তিনি জানান তিনি আরো জানান, সেনাকর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে থানায় পৃথক দু’টি মামলা রুজু হয়। এ দুই মামলাতেই ১৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তন্মধ্যে পলাতক ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি ও মালামাল ক্রোকি পরোয়ানা জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর ভোররাতে ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বসতবাড়িতে সশস্ত্র ডাকাত প্রতিরোধ অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে সেনাকর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হন। এ সময় যৌথবাহিনী ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক এবং তাদের ফেলে যাওয়া দেশে তৈরি একটি বন্দুক, ছয়টি গুলিও উদ্ধার করে।


আরো সংবাদ



premium cement
হামাসের আক্রমণ প্রতিরোধে ব্যর্থতা : পদত্যাগের ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের জামায়াতের সাবেক উপজেলা আমির কাশেম মণ্ডলের পিএইচডি অর্জন আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি চায় ময়মনসিংহ যুক্তরাষ্ট্রে আরো রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‘ছাত্রশিবিরের নামে নানারকম প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল’ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেবার মান বাড়াতে আইজিপির নির্দেশ নাইকো দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু কেয়া গ্রুপের আরো ২টি কারখানা বন্ধ ঘোষণা গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সহায়তা করবে জার্মানি গাজীপুরে ঝুটের ৩টি গুদামে আগুন

সকল