ছাত্রশিবির জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে : ডা: তাহের
- নিজস্ব প্রতিবেদক
- ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সাবেক এমপি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সাম্প্রতিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে ইসলামী ছাত্রশিবির জনগণের মাঝে নিজেদের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে। জনগণ শিবিরের কার্যক্রমকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে, যা শিবিরের জন্য এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। তবে এই সুযোগের সাথে শিবিরের দায়িত্ব এবং চ্যালেঞ্জও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এজন্য শিবিরের নেতৃত্বকে আরো দূরদর্শী হতে হবে এবং যুগের পরিবর্তন অনুযায়ী কৌশল গ্রহণ করতে হবে। এই নেতৃত্বই শিবিরকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় পথ দেখাবে এবং জাতির আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে।
রাজধানীর মগবাজারস্থ আলফালাহ মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২০২৫ এর প্রথম সাধারণ অধিবেশনে সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় দারসুল কুরআন পেশ করেন ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন ছাত্র-জনতা অভ্যুত্থানের শহীদ সামিউ আমান নূরের গর্বিত বাবা মো: আমান। অধিবেশনের প্রথম দিনের প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ২০২৫ সেশনের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্যদের নাম ঘোষণা করেন ও শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে ২০২৫ সাল দেশ ও ইসলামী আন্দোলনের জন্য টার্নিং পয়েন্ট উল্লেখ করে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০২৫ সাল আমাদের জন্য এক ঐতিহাসিক ও চ্যালেঞ্জের বছর। এই বছরটি কেবল বাংলাদেশের জন্য নয়, বরং ইসলামী আন্দোলনের জন্যও একটি টার্নিং পয়েন্ট হতে পারে। আমরা বিশ্বাস করি, জাতির আশা-আকাক্সক্ষা আজ ইসলামী আন্দোলনের প্রতি নিবদ্ধ। যদি আমরা সঠিক তৎপরতা, সুসংগঠিত পরিকল্পনা এবং প্রচেষ্টার মাধ্যমে সামনে এগিয়ে যেতে পারি, তবে আসন্ন নির্বাচনে আশানুরূপ ফলাফল অর্জন সম্ভব হবে ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জুলাই ছাত্র-জনতা অভ্যুত্থানে অংশ নিয়েছেন। কিন্তু ছাত্র-জনতার আকাক্সিক্ষত যে পরিবর্তন; রাষ্ট্রের কাক্সিক্ষত সংস্কারগুলো এখনো সেভাবে সম্পন্ন হচ্ছে না। এ কার্যক্রমে আমরা খুবই ধীরগতি লক্ষ করছি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খান, ড. আ জ ম ওবায়েদুল্লাহ, নূরুল ইসলাম বুলবুল ও মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানে ২০২৫ সেশনের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট (কমিটি) গঠিত হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা