মুসলিম লীগের সাবেক সভাপতি এম এ মতিনের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
- ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০৫
বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি আলহাজ এম এ মতিনের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ জানুয়ারি। এ উপলক্ষে আগামী ৩১ জানুয়ারি শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে মরহুমের ঘটনাবহুল জীবনের ওপর এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মুসলিম লীগ। সভায় সভাপতিত্ব করবেন সংগঠনের নির্বাহী সভাপতি আবদুল আজিজ হাওলাদার, বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠানসহ জাতীয় ও দলীয় নেতারা নেতৃবৃন্দ।
মরহুমের দ্বিতীয় ছেলে সালাউদ্দিন মতিন (প্রকাশ) দলমত নির্বিশেষে দেশবাসীর কাছে তার বাবার জন্য দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা