নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে : এহসানুল মাহবুব জুবায়ের
- নিজস্ব প্রতিবেদক
- ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, আল্লাহর বিধানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিধান; এই বিধান বাস্তবায়নের জন্যই তিনি শ্রেষ্ঠ মানুষ নবী-রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহর খলিফা হিসাবে এ দায়িত্ব এখন আমাদের ওপর এসেছে। তাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদেরকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠায় দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের ময়দানে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।
গতকাল রাজধানীর দক্ষিণখান পশ্চিম থানা জামায়াত আয়োজিত এক কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। থানা আমির মুহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে ও সেক্রেটারি আলী হোসাইন মুরাদের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহাম্মদ জামাল উদ্দিন।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, বিগত প্রায় ১৬ বছর দেশে আওয়ামী-বাকশালীদের অপশাসন-দুঃশাসন চলেছে। মাফিয়াতান্ত্রিক সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়ে দেশকে প্রায় অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। সংবিধান ও আইনের তোয়াক্কা না করে সবকিছু করা হয়েছিল গায়ের জোরে। পরিকল্পিতভাবে দেশ ও জাতিসত্তাকে হুমকির মুখে ঠেলে দেয়া হয়েছিল। নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্ত করা হয়েছিল দীর্ঘ পরিসরে। দেশে সৃষ্টি করা হয়েছিল এক কালো অধ্যায়ের। কিন্তু ছাত্র-জনতার যুগপৎ বিপ্লবের মাধ্যমে আল্লাহ তায়ালা আমাদেরকে সে অবস্থা থেকে মুক্তি দিয়েছেন। আমরা এখন অতীত ভুলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। অন্তর্বর্তী সরকারসহ সব দেশপ্রেমী শক্তি এই অঙ্গীকার পালনে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দেশ গড়ার সেই প্রতিশ্রুতি পালনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহবান জানান।
ঢাকা মহানগরী দক্ষিণ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত উল্লেখ করে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, যেখানেই মুসিবত, দুর্যোগ, সমস্যা সেখানেই জামায়াতের কর্মীরা মানবতার সেবায় ছুটে যায়। অগ্নিকাণ্ড, জনদুর্ভোগসহ মানুষের যেকোনো প্রয়োজনে আমরা পাশে ছিলাম, আছি থাকবো। শুধু তাই নয় দেশের প্রতিটি অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় আমরা ছুটে যাই এবং যাবো।
গতকাল জামায়াতের রাজধানীর খিলগাঁও জোনের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে ইউনিট দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য খিলগাঁও জোনের পরিচালক মাওলানা ফরিদুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগরী মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও জোনের সহকারী পরিচালক খিলগাঁও পশ্চিম থানা আমির এস এম মাহমুদ হাসানের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি কবির আহমেদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান। এ ছাড়াও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য খিলগাঁও পূর্ব থানার সাবেক আমির ও খিলগাঁও জোনের টিম সদস্য মো: শাহজাহান, খিলগাঁও উত্তর থানা আমির মো: নাসির উদ্দিন, খিলগাঁও পূর্ব থানা আমির মাওলানা মাহমুদুর রহমান, খিলগাঁও দক্ষিণ থানা আমির মাওলানা সাজেদুর রহমান শিবলী, খিলগাঁও মধ্য থানা আমির অ্যাডভোকেট ম. আ. জ ফারুক প্রমুখ।
এদিকে রাজধানীর শ্যামপুর-কদমতলী জোনে ইউনিট দায়িত্বশীলদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শ্যামপুর-কদমতলীর জোন পরিচালক সৈয়দ জয়নুল আবেদীনের সভাপতিত্বে ইউনিট দায়িত্বশীলদের নিয়ে ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান। এ ছাড়াও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও যাত্রাবাড়ী থানা আমির অধ্যক্ষ সাদেক বিল্লাহ, জোন টিম সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, কদমতলী মধ্য আমির মুহাম্মদ মহিউদ্দিন, কদমতলী পশ্চিম থানা আমির মো: কবিরুল ইসলাম, কদমতলী দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার মো: হাবিবুর রহমান, শ্যামপুর পশ্চিম থানা আমির আবদুর রব ফারুকী, যাত্রাবাড়ী-শ্যামপুর থানা আমির অধ্যক্ষ মাওলানা যাকীর হোসাইন, শ্যামপুর দক্ষিণ থানা আমির কামরুল আহসান, যাত্রাবাড়ী শ্যামপুর থানা নায়েবে আমির হেলাল উদ্দিন প্রমুখ।
ঢাকা মহানগরী উত্তর : আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ; তাই তারুণ্যনির্ভর ন্যায়-ইনসাফভিত্তিক সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে যুবসমাজকে ময়দানে অকুতোভয় সৈনিকের ভূমিকা পালনের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
গতকাল রাজধানীর মোহাম্মদপুরের বসিলা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর পশ্চিম থানা জামায়াত আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী ও সাবেক সাথী সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। থানা আমির মুহাম্মদ মাসুদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: রবিউল ইসলাম রুবেলের পরিচালনায় প্রীতি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ইয়াসিন আরাফাত।
দাঁড়িপাল্লা প্রতীক সত্য ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি : ড. মাসুদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক হচ্ছে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক। এই প্রতীককে ইসলামের দুশমনরা এতটাই ভয় পায় যার কারণে তারা জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক কেড়ে নিয়েছে। অবিলম্বে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেন, কারণ দেশে সত্য ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি এই প্রতীক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ পেলে বাংলাদেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে।
গতকাল সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার শিক্ষা শিবিরে প্রধান আলোচকের বক্তব্যে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হকের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল (দক্ষিণ) পরিচালক সাইফুল আলম খান মিলন। এ ছাড়াও অনুষ্ঠানে জেলা জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।