প্রতিযোগিতার জন্য প্রস্তুত হতে বাস্তব অভিজ্ঞতা জরুরি : চবি ভিসি
- ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রস্তুত করতে হলে শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং বাস্তব অভিজ্ঞতাও জরুরি। এমবিএ ফেস্টিভ্যাল সে বাস্তব অভিজ্ঞতা অর্জনের একটি চমৎকার প্ল্যাটফর্ম। গত বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে চবি ফাইন্যান্স বিভাগের উদ্যোগে এমবিএ ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে চবি ভিসি এসব কথা বলেন। তিনি বলেন, চবির বর্তমান প্রশাসন করপোরেট সেক্টরের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক বৃদ্ধি করতে কাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ক্যাম্পাসে শিক্ষাবন্ধব পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করার চেষ্টা করছে। তিনি এ চমৎকার আয়োজনের প্রশংসা করে বলেন, বর্তমান প্রশাসন দায়িত্বগ্রহণের পর অ্যাকাডেমিক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্ম-পরিকল্পনা গ্রহণ করছে। যে ক্যাম্পাস বিগত ৬ মাস আগে মরুভূমি ছিল, সে ক্যাম্পাস এখন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। উপাচার্য আরো বলেন, আজকের এ অনুষ্ঠানের মাধ্যমে গ্লোবাল নেতৃত্বের জন্য আগামীর প্রজন্মকে প্রস্তুত করার বিভিন্ন দিকনির্দেশনা উঠে আসবে এবং শিক্ষার সাথে বাস্তব জীবনের চ্যালেঞ্জগুলো জানা ও মোকাবেলা করার সুযোগ হবে। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের সফল কর্মময় জীবন প্রত্যাশা করেন। পরে উপাচার্য এমবিএ ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ ছিলেন চবি প্রোভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম নসরুল কদির।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসির সিইও মোহাম্মদ ইকবাল চৌধুরী ও চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। চবি ফাইন্যান্স বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিমের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, ইস্পাহানি টি লিমিটেডের সেলস ম্যানেজার মো: নুর নবী এবং মাইডাস ফাইন্যান্সিংয়ের ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান। বিজ্ঞপ্তি।