১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

রাজধানীতে পৃথক ঘটনায় সড়কে ঝড়ল ৩ প্রাণ

-


রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- হাতিরঝিল মহানগর ব্রিজের ওপর দুই মোটরসাইকেল সংঘর্ষে আফজাল মোল্লা (২০), মিরপুর কালশী এলাকায় পোশাক শ্রমিক সিয়াম (১৫) ও আসাদগেট এলাকায় সিএনজি আরোহী কাপড় ব্যবসায়ী আদম আলী (৫৫)। দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। তারা হলেন- ফুয়াদ হাসান (২৩), সাকের আলী (১৬), নবী হোসেন (৪৫) ও সাখাওয়াত হোসেন (৩৫)।
পুলিশ ও আহতদের স্বজনরা জানান, গতকাল বিকেল ৫টার দিকে রাজধানীর হাতিরঝিল মহানগর ব্রিজের ওপর আফজাল মোল্লা বন্ধুদের সাথে ঘুরতে যান। তখন অপর একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে আফজাল মোল্লা ও ফুয়াদ হাসান আহত হন। তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত আফজালের ছোট ভাই মো: রবিন মোল্লা বলেন, তাদের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার উত্তরাইল গ্রামে। বাবার নাম মো: লিয়াকত আলী মোল্লা। বর্তমানে তেজগাঁও শিল্পাঞ্চল বেগুনবাড়ি এলাকায় ভাড়া থাকেন। গণি রোডে সরকারি যানবাহন শাখার গাড়ির ম্যাকানিকের কাজ করতেন তিনি।
তিনি আরো বলেন, আহত ফুয়াদ একটি হাসপাতালে ভর্তি আছেন। ঢামেক হাসপাতালের পুলিশ পরিদর্শক মো: ফারুক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে আসাদগেট এলাকায় ট্রাকচাপায় সিএনজি আরোহী আদম আলী আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত হন মৃত আদম আলীর ছেলে সাকের আলী, ভাতিজা নবী হোসেন ও মেয়ের জামাই সাখাওয়াত হোসেন। তাদেরকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আদম আলীর ভাতিজা মো: মাসুম জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মুক্তা রামপুর গ্রামে। তার চাচা আদম আলী এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। তার ছেলে সাকের আলী অসুস্থতার কারণে বৃহস্পতিবার তারা চারজন ঢাকায় আসেন চিকিৎসার জন্য। সিএনজি অটোরিকশায় করে ধানমন্ডি পপুলার হাসপাতালে যাওয়ার পথে আসাদগেট এলাকায় একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়।

এদিকে মিরপুর কালশী এলাকায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ট্রাক চাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন সিয়াম। তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সিয়ামের বন্ধু মো: সিরাজুল জানান, সিয়াম রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকায় থাকতেন। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। রাতে অপর এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন।
মিরপুর কালশী ফ্লাইওভারের নিচে একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ দুটি ময়নাতদন্তের পর স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

 


আরো সংবাদ



premium cement

সকল