১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

সংক্ষুব্ধ ছাত্র-জনতার মিছিলে পুলিশের লাঠিচার্জ : আহত ৭

সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে সচিবালয়মুখী শিক্ষার্থীদের শিক্ষা ভবনের সামনে বাধা দেয় পুলিশ : নয়া দিগন্ত -

পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ নিয়ে গ্রাফিতির পক্ষে-বিপক্ষে দুই গ্রুপের সংঘর্ষের প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে সাতজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিক্ষা ভবনের সামনে ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতা’ আয়োজিত মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। আহতরা হলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট বাবু (৫৪), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেবুলা (২৫), ইভান (২২), নুরুজ্জামান (২২), সুমাইয়া (২৩), পঙ্কজ নাথ (৩০), পথচারী বাবুল (৩৫)।
এর আগে বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে পক্ষে-বিপক্ষে থাকা দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দশজন আহত হয়েছিল। এরই প্রতিবাদ জানাতে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া রিয়াদ নামে একজন জানান, গত বুধবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ওপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাচ্ছিলো মিছিলটি। শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ মিছিলটি আটকে দেয়। এ সময় বিক্ষোভকারীরা সামনের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে আমাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আমরা কয়েকজন আহত হই। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে ছেড়ে দেয়া হয়েছে। ঢাকা মেডিক্যালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক জানান, আহত অবস্থায় সাতজনকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা দিয়ে দুই পক্ষের কর্মসূচি চলাকালে গতকাল হাতাহাতি এবং পরে হামলার ঘটনা ঘটে। ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ বলছে, তাদের ওপর হামলা করেছে স্টুডেন্ট ফল সভারেন্টি নামের একটি সংগঠন। হামলায় অনেকে আহত হন। যদিও স্টুডেন্টস ফর সভারেন্টি অভিযোগ অস্বীকার করেছে। ওই হামলার প্রতিবাদে আজকের মিছিলের আয়োজন করা হয়।


আরো সংবাদ



premium cement