১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

জাবিতে শিবিরের প্রকাশনা উৎসবে শিক্ষার্থীদের ভিড়

জাবিতে শিবিরের প্রকাশনাসামগ্রী দেখছেন শিক্ষার্থীরা : নয়া দিগন্ত -

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার উদ্যোগে দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর সংলগ্ন নতুন কলা ও মানবিকী অনুষদের সামনে এ প্রকাশনা উৎসবের আয়োজন শুরু হয় এবং তা বিকেল ৪টায় শেষ হয়।
উৎসবে সকাল থেকেই শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। কেউ বই দেখছেন, আবার কেউ কিনছেন। শিবিরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের আয়োজন এটাই প্রথম। উৎসবে বিভিন্ন শিক্ষক ও কর্মচারীদেরও বই কিনতে দেখা যায়। পাশাপাশি আয়োজকরা শিবিরের পরিচিতি, কুরআন শরিফ শিক্ষার্থীদের উপহার হিসেবে বিতরণ করতে দেখা যায় । আয়োজকরা জানান, প্রত্যেক বছরের শুরুতে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু উদ্যোগ নেয়া হয়। আজকের এই প্রকাশনা উৎসব তারই একটি অংশ। উৎসবে আইসিএসের প্রকাশিত বিভিন্ন বার্ষিক প্রকাশনার পাশাপাশি শিবিরের পরিচিতি, গঠনতন্ত্র ও মৌলিক বই প্রদর্শিত হয়। এ ছাড়া আত্মোন্নয়ন, নৈতিক শিক্ষা, উচ্চশিক্ষা সহায়ক এবং দেশী-বিদেশী বিখ্যাত লেখকদের বইয়ের সংগ্রহও রাখা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিপুল সাড়া পেয়ে তারা অভিভূত। প্রায় লক্ষাধিক টাকার বই প্রদর্শিত হয় এবং ৬০ শতাংশ কমিশনে বিক্রি করা হয়।
আয়োজকরা আরো জানান, শিক্ষার্থীদের চাহিদা মেটাতে চলতি মাসের মধ্যেই আরেকটি প্রকাশনা উৎসব আয়োজনের পরিকল্পনা করছেন।
বিশ্ববিদ্যালয় শাখা শিবির সদস্য শাফায়াত মীর বলেন, বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো আমরাও আজকে এখানে প্রকাশনা উৎসব করলাম যাতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসলামী শিক্ষা এবং ইসলামী মূল্যবোধ সম্বন্ধে একটা ধারণা পায়। ৬০ শতাংশ ডিসকাউন্টে বইগুলো দিয়েছি যেন সবাই বইগুলো কিনতে পারে। সবগুলো বই শিবিরের নিজস্ব প্রকাশনী থেকে প্রকাশিত। শিবির সম্বন্ধে সাধারণ শিক্ষার্থীদের ভ্রান্ত ধারণা দূর করে প্রকৃত শিবিরকে যেন সাধারণ শিক্ষার্থীরা জানতে পারে, চিনতে পারে এবং শিবির যে একটা শিক্ষার্থীবান্ধব প্রকৃত দেশপ্রেমিক ছাত্রসংগঠন সেটা বোঝানোটা এই আয়োজনের উদ্দেশ্য।


আরো সংবাদ



premium cement