কুয়েটের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- খুলনা ব্যুরো
- ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি.আর্ক কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত বুধবার রাতে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (যঃঃঢ়ং: //ধফস.শঁবঃ.ধপ.নফ) ফলাফল প্রকাশ করা হয়।
সূত্র জানায়, মেধাক্রম অনুযায়ী ১ থেকে ৯ হাজার ৯৩৩ পর্যন্ত শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। মেধাস্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ২৭ জানুয়ারি সকাল ১০টা থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে (যঃঃঢ়ং://ধফস.শঁবঃ.ধপ.নফ) লিংকে প্রবেশ করে ঙহষরহব ঈযড়রপব ঋড়ৎস এর প্রয়োজনীয় তথ্য পূরণ করে বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে। প্রথম পর্যায়ে ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং ইউআরপি বিভাগে মেধাক্রম ১ থেকে ১ হাজার ২০ পর্যন্ত, আর্কিটেকচার বিভাগে মেধাক্রম ১ থেকে ৪০ পর্যন্ত, বান্দরবান জেলা মেধাক্রম ১ এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য মেধাক্রম ১ থেকে ৪ স্থান অর্জনকারীকে আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টার মধ্যে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ ছাড়া মেধা তালিকা (দ্বিতীয় বার) থেকে ভর্তি (প্রয়োজন সাপেক্ষে) ৯ মার্চ রোববার এবং মেধা তালিকা (৩য় বার) থেকে (প্রয়োজন সাপেক্ষে) ১৫ এপ্রিল ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। ক্লাস শুরু হবে আগামী ২৭ এপ্রিল ।
অপর দিকে, গত বছর ভর্তি ফি ছিল ১৮ হাজার ৫০০ টাকা। এ বছর শিক্ষার্থীদের আর্থিক বিষয় বিশেষ বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সভপতিত্বে অনুষ্ঠিত সংশ্লিষ্ট কমিটির সভায় ভর্তি ফি কমিয়ে ১২ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, চার বছর পর স্বতন্ত্রভাবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি.আর্ক কোর্সের ভর্তি পরীক্ষা গত ১১ জানুয়ারি কুয়েটসহ মোট ১১টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ২৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ হাজার ৬৬১ জন অংশগ্রহণ করে।