১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

চট্টগ্রামে দুই দিনের তথ্যমেলা উদ্বোধন

-

তথ্যই শক্তি জানবো, জানাবো, দুর্নীতি রুখবো সেøাগানকে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। তথ্যমেলায় তথ্যসেবা প্রদান করছে জেলার ৩৬টি সরকারি ও ৪টি বেসরকারি দফতরসহ মোট ৪০টি দফতর। তথ্য মেলায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ মাহবুবুল হক। সনাক-টিআইবির সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: রাসেল, উপপরিচালক (তত্ত্বাবধায়ক) ডা: আব্দুল মান্নান, সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান, জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা, উপপরিচালক দুদক মো: আতিকুল আলম, টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান। সনাক সদস্য সঞ্জয় বিশ^াসের স্বাগতিক বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় আলোচকবৃন্দ নিম্নোক্ত বিষয়ে আলোকপাত করেন। তথ্যমেলা উদ্বোধনী পর্বে স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ এবং তথ্য অধিকার বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ মাহবুবুল হক বলেন, সরকারি দফতরগুলোকে জবাবদিহি করতে তথ্য অধিকার আইন অন্যতম হাতিয়ার। তথ্য অধিকার আইন একমাত্র আইন যা জনগণকে ক্ষমতায়িত করেছে। তিনি সব সরকারি বেসরকারি দফতরগুলোকে স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রকাশ এবং চাহিত তথ্য প্রদানে ইতিবাচক সহযোগিতা করার অনুরোধ করেন। তিনি বলেন, সরকারি দফতরের জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান বলেন, তথ্য অধিকার আইন, ২০০৯ এর মাধ্যমে জনগণের ক্ষমতায়ন বৃদ্ধি ও সব সরকারি দফতরগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্র তৈরি করতে হবে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো: রাসেল পিপিএম বলেন, জেলা ও মহানগর পুলিশের সব ইউনিটে তথ্য অধিকার আইন বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোনো নাগরিক তথ্য চেয়ে না পেলে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করলে তথ্য প্রদানে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর আলম বলেন, সঠিক তথ্য প্রদানের মাধ্যমে কাক্সিক্ষত বৈষম্যমুক্ত ‘নতুন বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব। তিনি মেলায় আগত সব দফতরগুলোকে তথ্য প্রদানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

 


আরো সংবাদ



premium cement