১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

সবার আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ফ্যাসিবাদ মুক্ত হওয়া উচিত ছিল : নূরুল ইসলাম বুলবুল

-

যুব উন্নয়ন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক মো: নূরুল ইসলাম বুলবুল বলেছেন, বৈষম্যমুক্ত বাংলাদেশে বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যেসব ফেডারেশন, ক্লাব ও কমিটি রয়েছে সেগুলোর রন্ধ্রে রন্ধ্রে এখনো ফ্যাসিবাদের দোসররা অবস্থান করছে। সেসব দায়িত্বের চেয়ারে আজ নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের দোসরদের দেশবাসী ও ছাত্র-জনতা দেখতে চায় না। পরীক্ষিত দেশপ্রেমিক ব্যক্তিদের যথাযথ সম্মান দিয়ে বাংলাদেশের ক্রীড়া জগৎকে ঢেলে সাজাতে হবে। সবার আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ফ্যাসিবাদের দোসরমুক্ত হওয়া উচিত ছিল। বুকের রক্ত ঢেলে দিয়ে ত্যাগ ও কোরবানির মাধ্যমে বাংলাদেশের যে অগ্রযাত্রা শুরু হয়েছে তাকে আর কোনো অপশক্তি দমিয়ে রাখতে পারবে না। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন, তিনিও তরুণ ছাত্র জনতার মাঠ থেকে উঠে আসা প্রতিনিধি। নূরুল ইসলাম বুলবুল তার প্রতি আহ্বান রেখে বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা সব ফেডারেশন থেকে অতি দ্রুত ফ্যাসিবাদের দোসরমুক্ত করার উদ্যোগ নেয়া দরকার। তিনি আরো বলেন, ইতোমধ্যেই এই অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস পার হয়ে গেছে, এ সামান্য সংস্কারের কাজে এত দীর্ঘ সময়ের প্রয়োজন পড়ে না। আমরা মনে করি যদি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পূর্ণ সংস্কার করা যায় তাহলে বাকি মন্ত্রণালয়গুলোও সঠিক ধারায় প্রবাহিত হবে।

গতকাল ঢাকায় যুব উন্নয়ন সংস্থা আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আন্তঃথানা/বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা মুহাম্মদ কামাল হোসাইনের সভাপতিত্বে ক্রিকেট খেলার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মো: মাহবুবুল হক, যুব উন্নয়ন সংস্থার অন্যতম পৃষ্ঠপোষক ও বিশিষ্ট সমাজসেবক ড. শফিকুল ইসলাম মাসুদ, মুহা: দেলাওয়ার হোসেন, ড. মোবারক হোসেন, মো: শামসুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান প্রমুখ।
শেষে ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ান দল মতিঝিল আইডিয়াল ক্লাব এবং রানার্সআপ দল খিলগাঁও স্পোর্টিং ক্লাবের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement