জাতীয় বার্ন ইউনিট থেকে ভুয়া নারী চিকিৎসক আটক
- নিজস্ব প্রতিবেদক
- ১৫ জানুয়ারি ২০২৫, ০৩:৪৮
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ইউনিটের তৃতীয় তলা থেকে গতকাল ডালিয়া আক্তার (৩২) নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছে আনসার সদস্যরা।
হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার মোহাম্মদ সেলিম বলেন, সকালের দিকে চিকিৎসকের অ্যাপ্রোন পরে ও গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে বার্ন ইউনিটের তৃতীয় তলায় ঘোরাফেরা করছিল ওই নারী। এ সময় অন্যান্য চিকিৎসকেরা তাকে দেখে সন্দেহ করেন এবং তার কাছে জানতে চান তিনি ঢাকা মেডিকেলের চিকিৎসক কিনা। কিন্তু এ বিষয়ে ওই নারী কোনো সদুত্তর দিতে না পারলে বিষয়টি আনসার সদস্যদের জানানো হয়। পরে আমরা ওই নারীকে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পে নিয়ে আসি। তিনি চিকিৎসক কি না, জানতে চাইলে এর জবাব দিতে পারেননি ওই নারী। এমনকি ঢাকা মেডিকেলের কোনো চিকিৎসকও তাকে চেনেন না। পরে ওই নারীকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, গত বছর স্বর্না আক্তার ও মুনিয়া রোজা নামে দুই ভুয়া নারী চিকিৎসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ।