প্রথম পুরস্কার জিতল ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে গঠিত আন্তর্জাতিক দল
- ১৫ জানুয়ারি ২০২৫, ০৩:৪৬
আন্তর্জাতিক পিস প্রতিযোগিতা ‘লঞ্চ অ্যা ডিফারেন্ট ওয়ার্ল্ড ২০২৪’-এ প্রথম পুরস্কার জিতেছে ‘টিম রিপারপাস’ নামে একটি দল যার তিনজন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী। প্লাস্টিকের পুনঃব্যবহার নিয়ে কাজ করেছে দলটি। প্রথম পুরস্কার হিসেবে জিতেছে ১৫০০ মার্কিন ডলার।
শিক্ষার্থীদের দলটি পুনঃব্যবহারযোগ্য প্লাস্টিক থেকে কম খরচে থ্রিডি প্রিন্টিং উপকরণ এবং টেকসই পণ্য তৈরি করার মাধ্যমে প্লাস্টিক বর্জ্য কমানো, সমাজের উন্নয়ন এবং পুনঃব্যবহারযোগ্য অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করছে।
‘টিম রিপারপাস’ নামে এই দলটিতে ছিলেন পাঁচজন সদস্য। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা হলেন মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (এমবিএ) শিক্ষার্থী মোহাম্মদ ইমরান উদ্দিন ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (বিবিএ) মহিউদ্দিন আহমেদ এবং আবতাহী আবরার।
দলের অন্য দুই সদস্য হলেন ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটির ওশানোগ্রাফি বিভাগের শিক্ষার্থী ওয়েই জু হুয়াং এবং আমেরিকান ইউনিভার্সিটি ইন বুলগেরিয়ার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মারিয়া ভøাইকোভা। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা